লৌহজংয়ে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলো বিএনপি

0
4
লৌহজংয়ে ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দিলো বিএনপি

প্রকাশিত :শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ইং ।। ১১  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৯ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর  :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু, লৌহজং থেকে : প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়, দুস্থ গরীব প্রায় দুই হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিএনপি। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান সিনহার সহযোগীতায় ও লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান অপু চাকলাদার, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ বাদল হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আল ইউসুফ আজাদ চঞ্চল মোল্লা, আলহাজ¦ ইয়াসিন শেখ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি হাজী মো. মুক্তার হোসেন খান ও সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী মো. হারুন মোড়লের উদ্দ্যেগে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ঘোড়দৌড় বাজার থেকে ১০টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ইউনিয়ন ভিত্তিকভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে ইউনিয়ন সভাপতি ও সাধারণ সম্পাদকের নের্তৃত্বে উপজেলার ৯০টি ওয়ার্ডে ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি বুট, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১টি সাবানসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা- লুৎফর রহমান পাভেল, মহসিন মোড়ল, মজিবুর রহমান লাবলু, আসলাম হোসেন লিটন, মনির হোসেন, দোলন খান, উজ্জ্বল হোসেন, জসিম মোল্লা পল্টু, জাহিদ হাসান আব্দুর রব, বাচ্চু শেখ প্রমুখ।#

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন