প্রকাশিত : রবিবার, ৫ এপ্রিল ২০২০ ইং ।। ২২ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু লৌহজং থেকে : করোনাভাইরাস বিস্তার রোধে সামাজিক দূরত্ব অমান্য ও নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রেখে জনসমাগম করায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১০ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার সময় হলদিয়া বাজার ও শিমুলিয়া বাজারের ১০ দোকানিকে এ অর্থদণ্ড দেন লৌহজং উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাবিরুল ইসলাম খান এবং সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুজ্জামান। এ সময় হলদিয়া বাজারের দোকানি দুলাল শেখকে ২ হাজার, শিমুলিয়া বাজারের হরি সাধনকে ৫ হাজার, সিরাজ হাওলাদারকে ৫ হাজার, জহিরুল ইসলামকে ৫ হাজার, মোতালেব শেখকে ৫ হাজার, সিরাজকে ৫ হাজার, আব্দুর রহমানকে ৫ হাজার, জসিম মোল্লাকে ২ হাজার, কালাই মোল্লাকে ২ হাজার ও ছাত্তার মাদবরকে ১ হাজার টাকা জরিমানা করেন। লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সারাদেশের ন্যায় লৌহজং উপজেলায় লক ডাউন ঘোষণা করা হয়েছে। সে সাথে সীমিত সময়ের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কিছু ব্যবসায়ী করোনাভাইরাসের তোয়াক্কা না করে সামাজিক দূরত্ব অমান্য ও নির্ধারিত সময় অতিক্রম করে দোকান খোলা রেখে জনসমাগম করায় ১০ দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমরা বারবার মাইকিংসহ বিভিন্নভাবে লৌহজংবাসীকে সচেতন করার চেষ্টা করছি। এর আগে শিমুলিয়া বাজারে এসে এদের অনেকভাবে বুঝিয়েছি, কিন্তু তারা সরকারের কথা অমান্য করে দোকানগুলো খোলা রেখে জনসমাগম করেছে। তাই এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মো. এমরান হোসেন তালুকদার, আনসার ও ভিডিপি কর্মকর্তা সঞ্জয় ঘোষ মিটু, উপসহকারী প্রকৌশলী কামরুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী জয়েন আলী, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়কারী সামিউর হাসান প্রমুখ। এ সময় স্থানীয় কিছু অসহায় ও গরীব মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও মাস্ক বিতরণ করে উপজেলা প্রশাসন।