প্রকাশিত : সোমবার, ১৩ এপ্রিল ২০২০ ইং ।। ৩০ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার,লৌহজং থেকে : মুন্সীগঞ্জ লৌহজংয়ে সামাজিক দূরত্ব মেনে মরন ব্যাধি করোনা ভাইরাসের কারনে সহশ্রাধিক কর্মহীন ঘরে থাকা নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেছেন উপজেলা আওয়ামীলীগের যুন্ম সাধারণ সম্পাদক বি,এম, শোয়েব।
আজ (১৩ এপ্রিল) সোমবার সকালে উপজেলার হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গণে আলহাজ নান্নু বেপারী ফাউনডেশনের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় দিনব্যাপী এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় প্রত্যেক পরিবারকে ২৫ কেজি চাউল, ৩ কেজি ডাউল, ২ কেজি তেল ও ৫ কেজি আলু সহ মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
বি,এম, শোয়েব জানান, বাংলাদেশ আওয়ামীলীগের নেতাকর্মীরা দেশের সকল বিপদের নিজেদের উজার করে দেশ ও মানুষের সেবা কারে যাচ্ছে। তাই আমি ব্যাক্তিগত উদ্দ্যোগে ও নান্নু গ্রুপ এর অর্থায়নে এ খাদ্য সামগ্রি বিতরণ করা হলো। এছাড়াও প্রতিদিনই উপজেলার বিভিন্ন ইউনিয়নে খাদ্য বিতরণের এই কর্মসূচী অব্যাহত থাকবে।
এতে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ আব্দুর রশিদ শিকদার, বি এম শামীম, মো: খোরশেদ আলম ও আল মামুন প্রমূখ।