প্রকাশিত : রবিবার, ৩০ আগস্ট ২০২০ইং ।। ১৫ই ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ (শরৎকাল)।। ১০ই মুহররম, ১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের লৌহজয়ে শনিবার উপজেলা জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয় উপজেলার হলদিয়া ইউনিয়নের তিন দোকান এলাকায়।
শোক দিবসের আলোচনা সভায় লৌহজং উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. আবুল হোসেন খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. জুয়েল শিকদার বাবুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক সাগুফতা ইয়াসমিন এমিলি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্জ ওসমান গনি তালুকদার, সাধারন সম্পাদক আব্দুর রশিদ শিকদার, বি.এম শোয়েব, মো. আনোয়ার হোসেন, মো. মেহেদি হাসান, মো. আবু ফায়সাল নিপু ফকির, মো. জাকির হোসেন বেপারী, মো. মিজানুর রহমান মোল্লা, মো. মরতুর্জা খান, মো. আবু নাসের রতন, মো. রইস উদ্দিন রঞ্জু, আব্দুর সাত্তার ঢালী, মো. আনোয়ার হোসেন, মো. আরফান হোসেন, মো. ফরহাদ হোসেন ইমন, মো. রাজা মিয়া, শাহজাহান তালুকদার, মো. শিপন বেপারী, মো. আবুল মোল্লা, শাহজাহান বেপারী প্রমুখ।
এ ছারাও উপজেলার কনকসার ইউনিয়নে নাগের হাট গ্রামে আ’মীলীগ নেতা মো. শাহিন শেখের উদ্যোগে শোক দিবস উপলক্ষে আলোচনা , দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করেন এবং মোস্তাকের নেতৃত্বে কনকসার বাজার ও তাতীলীগের উদ্যোগে উপজেলা আ’মীলীগের কার্যালয়ে দোয়ার আয়োজন করা হয়েছে।
নিউজটি শেয়ার করুন .. ..