প্রকাশিত:সোমবার,১৪ জানুয়ারি ২০১৯::বিক্রমপুর খবর::
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খড়িয়া গ্রাম থেকে শনিবার রাতে ইয়াবা,গাঁজা ও হেরোইনসহ ইউপি সদস্য ও তার স্ত্রী গ্রেফতার হয়েছে।
শনিবার দিনগত রাত ১২ টার দিকে খড়িয়া বেদে পাড়ায় বাড়িতে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবা,৫০ গ্রাম হেরোইন ও ১০০ গ্রাম গাঁজাসহ ইউপি সদস্য রুবেল সরদার ও তার স্ত্রী তাসলিমা বেগমকে গ্রেফতার করে পুলিশ।রুবেল সরদার লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য এবং মৃত আতাহার আলী সর্দারের ছেলে।
স্থানীয়রা জানায়,দীর্ঘাদন ধরে এই ইউপি সদস্য রুবেল সর্দার ও তার স্ত্রী তাসলিমা বেগমের সহযোগিতায় মাদকের ব্যবসা করে আসছে।এতে করে এলাকা যুবসমাজ মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের এই ডিলারকে গ্রেফতার করায় এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে।
লৌহজং থানার ওসি মনির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে ফরিয়া গ্রামে ইউপি সদস্য রুবেল সরদারের বাড়িতে অভিযান চালিয়ে ওই ইয়াবা,হেরোইন ও গাঁজা উদ্ধার করে পুলিশ।এ সময় ইউপি সদস্য ও তার স্ত্রীকে গ্রেফতার হয়।গ্রেফফতার কৃতদের বিরুদ্ধে লৌহজং থানায় মামলা দায়ের করা হয়েছে।