প্রকাশিত: শুক্রবার, ৭ জুলাই ২০২৩।। ২৩ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ (বর্ষাকাল)।। ১৮ জিলহজ, ১৪৪৪ হিজরি।। বিক্রমপুর খবর : নিজস্ব সংবাদদাতা : লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের নতুন কান্দি গ্রামের বিশিষ্ট ক্রীড়াঅনুরাগী মরহুম সাইফুল ইসলাম (পিটু) বেপারীর স্মৃতি স্মরণে নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ‘মরহুম সাইফুল ইসলাম (পিটু)বেপারী স্মৃতি টি-১০ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৩’ নাগের হাট নতুন কান্দি এমবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আজ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার (৭ জুলাই ২০২৩)সকাল ৯টায় নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নাগের হাট নতুন কান্দি এমবি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সেমিফাইনাল ২য় ম্যাচ অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে বিজয়ী ২টি টিম ফাইনালে উঠেছে সিংহেরহাটি তরুন সংঘ এবং লৌহজং সুপার কিংস। তারা আগামী ফাইনাল খেলায় একইমাঠে খেলবে।
আয়োজক নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাবের দায়িত্বরত কর্মকর্তারা জানান গতবার একই সময়ে আমাদের সংগঠনের উদ্যোগে মরহুম সাইফুল ইসলাম (পিটু) বেপারীর একান্ত উৎসাহ উদ্দীপনায় পরিশ্রমে নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাব শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ সফলভাবে অর্থাৎ অনেক জাঁকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়। আর পরিস্কার ভাবে বলতে গেলে সমস্ত খেলার ঝুটঝামেলা তিনিই করেছেন আমরা তাকে শুধু উৎসাহ দিয়েছি অর্থের যোগান করেছি। গ্রামের বিত্তবান ক্রীড়া অনুরাগী মানুষ এগিয়ে এসেছিলেন বলেই বড় করে আয়োজন করতে পেরেছি সফলতার সাথে।
গত বছর অক্টোবর ২৫ তারিখে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অকাল প্রয়াত হন এলাকার সকলের প্রিয় মুখ সকলের প্রিয়ভাজন মোঃ সাইফুল ইসলাম (পিটু)বেপারী তারুণ্যের প্রতিভা বিকাশে তিনি খেলাধুলার বিকল্প নেই খেলাধুলা যেমন শরীরকে সুস্থ-সবল রাখে, তেমনি মনকেও প্রফুল্ল রাখে, প্রশস্ত করে পাশপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলায় মগ্ন থাকলে অনৈতিক কর্মকাণ্ড, সন্ত্রাস, মাদক স্পর্শ করতে পারবে না এমন ধারণা পোষণ করতেন তিনি। তাই তিনি সামাজিক সংগঠন নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাব শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্দোগ গ্রহণ করেছেন।
আমরা এলাকাবাসী তাহার মতো একজন বিশিষ্ট সাংগঠনিক সমাজ কর্মী এবং ক্রীড়ানুরাগী মানুষের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে তাঁকে আমরা আমাদের মাঝে তাহার কর্মের মাধ্যমে বাঁচিয়ে রাখতে চাই। দৃঢ়তার সঙ্গে আশা প্রকাশ করছি ধারাবাহিকভাবে এই ক্রিকেট খেলার আয়োজন প্রতি বছর করবো ইনশাআল্লাহ। গ্রামের বিত্তবান ক্রীড়া অনুরাগী মানুষ আমাদের পাশে এবারেও আছেন ভবিষ্যতেও থাকবেন আশাকরি।
নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাবের সাধারণ সম্পাদক এবং কনকসার ইউনিয়ন পরিষদের, ৫নং ওয়ার্ডের মেম্বার মোঃ নাহিদ বেপারী বলেন, মোঃ সাইফুল ইসলাম পিটু বেপারীর অনুপ্রেরণা ধারণ করে আশা করছি প্রতিটি ম্যাচই বেশ উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রায় শেষ করতে পেরেছি। পিটু ভাই ছিলেন পরোপকারী, গভীর জীবনবোধসম্পন্ন ও কিছুটা অন্তর্মুখী স্বভাবের প্রিয় মানুষটি আমাদের ছেড়ে চলে গেছেন অকালে। তিনি ছিলেন অত্র এলাকার ছোট বড় সকল বয়সের মানুষের কাছে গ্রহণযোগ্য ব্যক্তি, আমাদের সকলের প্রিয় ও আস্থাভাজন মানুষ। সীমিত ক্ষমতার মধ্যেও চেষ্টা ছিলো এলাকার খেলাধুলাকে এগিয়ে নিয়ে যাওয়ার।
প্রধানত সামাজিক, ক্রীড়া ও শিক্ষা কর্মকাণ্ড পরিচালনা করাঃ
০১। একতা,সৌহাদ্র ও ভ্রাতৃত্ববোধ স্থাপন ও একে অন্যকে সাহায্য সহযোগিতা করা। গৌরবোজ্জল ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধ এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান ও নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাবোধ সৃষ্টি এবং এরই সাথে নৈতিক মূল্যবোধ,দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করে সুনাগরিক হিসেবে গড়ে তোলা। পিছিয়ে পড়া একটি এলাকা নতুন কান্দির বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মীদের একই ছাদের নিচে এনে সমন্বয় সাধন ও এলাকার উন্নয়নে যুব সমাজ কে দল মত নির্বিশেষে জাগরিত করে তুলে সার্বিক উন্নতিতে অবদান রাখা। নৈতিক অবক্ষয় দূরীকরণের লক্ষ্যে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা। জাতীয় সকল দিবস পালন করা।
০২। গতিশীল কর্মপদ্ধতি ও সুনাগরিক সৃষ্টির লক্ষে অত্র গ্রামের আমাদের একটিই মাত্র অহংকার “ নতুন কান্দি এম বি সরকারি প্রাথমিক বিদ্যালয়” এই প্রাথমিক বিদালয়ের শিক্ষার্থীদের মাঝে উন্নত মূল্যবোধ ও চারিত্রিক নির্মলতা সৃষ্টির প্রয়াসে বিভিন্ন কর্মশালা,বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম, আলোচনা, বিতর্ক, খেলাধুলা, ফ্রি টিউশন দিয়ে সাহায্য প্রদান, শিক্ষাসফর, ‘নিরাপদ সড়ক চাই’ নিয়ে সচেতনতা তৈরি করা, সাংস্কৃতিক অনুষ্ঠান,বিনামূল্যে সেবা ও সচেতনতা মূলক অনুষ্ঠানের আয়োজন করা। অধ্যয়নরত এলাকার দরিদ্র মেধাবী ছাত্র/ছাত্রীদেরকে বৃত্তি প্রদান, দরিদ্র ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও অন্যান্য সহযোগিতা করা। ছাত্র/ছাত্রীদের অন্তর্নিহিত সম্ভাবনাময় গুণাবলী বিকাশের পরিবেশ সৃষ্টিতে সহযোগিতা করা। শিশু কিশোরদের মানসিক বিকাশের পথ সুগম করা। শিশু কিশোরদের নিয়ে শিক্ষামূলক বিভিন্ন অনুষ্ঠানাদী পরিচালনা করা। যা শিশু কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহি করে গড়ে তুলবে।
০৩। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রয়াসে কপিউটার প্রশিক্ষন কেন্দ্র পরিচালনা করা।
০৪। সংগঠন কতৃক সম্ভব হলে বছরে একটি বনভোজন, বার্ষিক পুর্নমিলনী, ইফতার পার্টি, বিভিন্ন উদযাপিত দিবস, সাংস্কৃতি প্রতিযোগিতা, ক্রিয়া প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে পারস্পরিক পরিচিতি, সৌহার্দবোধ, বন্ধন এবং ভ্রাতৃত্ববোধ সৃষ্টিই অনুষ্ঠানাদির মূল লক্ষ্য বলে বিবেচিত হবে।
আজকের ম্যাচ সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নাহিদ বেপারীর সঞ্চালনায় আম্পায়ার হিসেবে খেলা পরিচালনা করেন সিপলু ও তাওহীদ।
খেলায় মোট ৮টি দল অংশগ্রহণ করেছে।
আয়োজক নতুন কান্দি ফ্রেন্ডস ক্লাবের সহ-সভাপতি মোঃ জনি শেখ, আল আমিন, মোঃ নয়ন, মোঃ রিপন খান, মোঃ জাকারিয়া বেপারী সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ:
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
নিউজ ট্যাগ: