প্রকাশিত:বৃহস্পতিবার, ২জানুয়ারি, ২০২০ ইং ||১৮ পৌষ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: লৌহজং প্রতিনিধি: সারা দেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে বই বিতরণ উৎসব উদযাপন করা হয়েছে। উপজেলার ৯৮টি প্রাথমিক বিদ্যালয়, ১২টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬টি দাখিল মাদ্রাসায় মোট ২ লাখ ৮৫ হাজার ৫১০ সংখ্যক বই শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়। গতকাল বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে বই বিতরণ উৎসবে শিক্ষার্থীদের মাঝে আনন্দের প্রতিচ্ছবি ভেসে উঠে।
লৌহজং উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খাঁনের সভাপতিত্বে বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি তালুকদার।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেওয়ান মো. জাহাঙ্গীরের স্বাগত বক্তব্য শেষে বিশেষ অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদার, লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোপাজ্জল হোসেন তপন, লৌহজং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসাইন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি আলী আহম্মেদ, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমীক সুপার ভাইজার সোহেল হায়দার খান।
হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোপাল চন্দ্র পালের সঞ্চালণায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সভ্যতার আলো’র রিপোর্টার মিজানুর রহমান ঝিলু, আলোকিত বাংলাদেশ এ-র রিপোর্টার সাংবাদিক মানিক মিয়া, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের কার্যকারী সদস্য লিংকন হাওলাদার, সাবেক ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক রাজিব, বর্তমান সভাপতি ফরহাদ হোসেন ইমন, সাধারন সম্পাদক অনয় হাসান বেপারী প্রমূখ।
অপরদিকে আজ (বুধবার) লৌহজং উপজেলার কনকসার সরকারি প্রাথমিক বিদ্যালয়,· ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়,নাগেরহাট নতুন কান্দি এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নাগেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় এর স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ বা বই উৎসব অনুষ্ঠিত হয়।
পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ লৌহজং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ,কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মনির হোসেন মাস্টার , কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ,লৌহজং উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাজাহান সাজু , নাগেরহাট নতুনকান্দি এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয়এর উদ্যোক্তা সদস্য নাছির উদ্দিন আহমেদ জুয়েল, শামীম মোডল সহ সকল বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী সহ সুধী জন উপস্থিত ছিলেন।
এনসিটিবি সূত্রে জানা গেছে, নতুন বছরে দেশের ৪ কোটি ২৭ লাখ ৫২ হাজার ১৯৮ শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হবে ৩৫ কোটি ৩৯ লাখ ১৪ হাজার ১৯৭টি বই। এর মধ্যে প্রাক-প্রাথমিকের প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীকে দেয়া হবে ৬৬ লাখ ৭৫ হাজার ২৭৬টি বই। প্রাথমিকের ২ কোটি ৪ লাখ ৪১ হাজার ৫৯৫ শিক্ষার্থীকে দেয়া হবে ৯ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৪৮০টি বই। এছাড়া ২ কোটি ৩২ লাখ ৪৩ হাজার ৩৫টি নতুন বই মাদ্রাসার ইবতেদায়ীর প্রায় ৩৩ লাখ শিক্ষার্থীর মাঝে বিতরণ করা হবে।