প্রকাশিত :শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ইং ।।১১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ। ২৯ শাবান ১৪৪১
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি মোঃ মানিক মিয়া : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার কলমা ইউনিয়নের বাইনকাইচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধীরেন পোদ্দার (৫৮) উপজেলার কলমা ইউনিয়নের বাসিরা এলাকার রুপা পোদ্দারের ছেলে। পেশায় একজন কৃষি শ্রমিক (কৃষক)। তার স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে আছে।
স্থানীয় সূত্রে ও নিহতের স্বজন রঞ্জিত ভদ্র জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে আলু মাপার কাজ শেষে বাড়িতে ফিরছিলেন ধীরেন পোদ্দার। ফেরার পথে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। ধীরেন বাইনকাইচ এলাকায় আসলে বিকট শব্দে একটি বজ্র তার উপর পরে। এতে ঘটনাস্থলেই মারা যায় ধীরেন।
লৌহজং থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।