প্রকাশিত:বৃহস্পতিবার,০৯মে ২০১৯।২৬বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু :জেনারেটর বিস্ফোরণে অগ্নিদগ্ধ লৌহজং উপজেলার বড় নওপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মুফতি আবদুল হাই (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। একই সঙ্গে অগ্নিদগ্ধ তাঁর স্ত্রী মারুফা আক্তারও মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। মসজিদের পাশে বসতঘরে স্ত্রীসহ থাকতেন ইমাম।আবদুল হাই। গত ৬ মে সোমবার বেলা ১১ টার দিকে প্রথম তারাবিহ নামাজের প্রস্তুতি হিসেবে জেনারেটরে পেট্রোল ভরছিলেন মসজিদের ইমাম। এসময় ইমামের স্ত্রী মারুফা মাটির চুলায় রান্না করছিলেন। পাশেই থাকা চুলার আগুন সংস্পর্শে এলে জেনারেটরে আগুন ধরে বিস্ফারণ ঘটে। এতে ইমাম আবদুল হাই ও তাঁর স্ত্রী মারুফার শরীর পুড়ে যায়। তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ বার্ণ ইউনিটে করা হয়। স্থানীয় ইউপি সদস্য আরিফুর রহমান সাগর জানান, ৭ মে মঙ্গলবার দুপুরে ইমাম আবদুল হাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এদিন দিবাগত রাত ১ টায় তাঁর মরদেহ কর্মস্থল বড় নওপাড়া বায়তুন নূর মসজিদে আনা হয়। উক্ত মসজিদে ইমাম আবদুল হাই দশ বছর ধরে ইমামতি করে আসছেন। পরে ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার গ্রামের বাড়িতে দাফন করা হয়। ইমামের স্ত্রী অগ্নিদগ্ধ মারুফার অবস্থাও আশঙ্কাজনক। ইমাম আবদুল হাইয়ের দুই ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে।