প্রকাশিত: মঙ্গলবার, ২৩মার্চ ২০২১ইং।। ৯ই চৈত্র ১৪২৭ বঙ্গাব্দ (বসন্তকাল)।। ৯ শা’বান ১৪৪২হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৪৯ মন বা ১৯৫০ কেজি জাটকা মাছ জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। রবিবার ভোর রাতে লৌহজংয়ের কান্দিপাড়া মৎস্য আড়ৎ সলগ্ন পদ্মা নদীতে অভিযান চালিয়ে এ বিপুল পরিমাণ জাটকা ইলিশ জব্দ করা হয়।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ভোর রাতে লৌহজংয়ের কান্দিপাড়া মৎস্য আড়ৎ সংলগ্ন পদ্মায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় একটি স্প্রীডবোর্ডে ১৩টি গ্যালনে ১৯৫০ কেজি বা ৪৯ মন জাটকা মাছ জব্দ করে কোস্ট গার্ড। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে জাটকার মালিক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এসময় স্প্রডবোর্ডটি জব্দ করে লৌহজং উপজেলা মৎস্য অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে জব্দকৃত জাটকাগুলো উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদেও উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসার এতিম শিক্ষার্থী ও গরীব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।#
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor