লৌহজংয়ে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

0
6
লৌহজংয়ে করোনা ভাইরাস প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশিত :রবিবার,১৫ মার্চ ২০২০ ইং ।। ১ চৈত্রী ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু:মুন্সীগঞ্জের লৌহজংয়ে নোভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে করণীয় বিষয়ক আলোচনা সভা হয়েছে। গতকাল শনিবার দুপুরে লৌহজং উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে আলোচনা সভা হয়। সভায় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে করোনা ভাইরাস সচেতনতামূলক মাইকিং করা, বাড়িবাড়ি গিয়ে লিফলেট বিতরণ, সবধরনের সভা সমাবেশ থেকে বিরত রাখা  ও চলতি মার্চের ১ তারিখ থেকে সর্বশেষ বিদেশ ফেরত প্রবাসীদের তালিকা চেয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. রাসেদুজ্জামান, লৌহজং থানার পরিদর্শক (অপারেশন) হাফিজুর রহমান মানিক, বেজগাঁও ইউপি চেয়ারম্যান আমির হোসেন তালুকদার, মেদিনীমণ্ডল ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, গাওদিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, খিদিরপাড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, লৌহজং-তেউটিয়া ইউপি রফিকুল ইসলাম মোল্লা প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন