লৌহজংয়ে করোনা ভাইরাস গুজব!

0
16
লৌহজংয়ে করোনা ভাইরাস গুজব!

প্রকাশিত:বৃস্পতিবার,১২ মার্চ, ২০২০ ইং ।। ২৮ ফাল্গুন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ঝিলু: লৌহজংয়ে ইতালি ফেরত প্রবাসী এক যুবককে নিয়ে করোনা ভাইরাস গুজব ছড়িয়েছে। সেই সাথে আতঙ্কও ছিল এলাকায়। এর প্রধান কারণ, গত রবিবার দেশে করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, আর তাঁদের দুজন ছিল ইতালি ফেরত প্রবাসী। লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালির অঙ্ক গ্রামের বাসিন্দা আবদুর রাজ্জাক ঢালীর ছেলে টুটুল ঢালী (৩৫) নামে এক ইতালি প্রবাসী যুবক গত ২৭ ফেব্রুয়ারি ছুটিতে বাড়িতে আসেন। তিনি স্বেচ্ছায় বাড়িতে অবস্থান করতে ছিলেন। গতকাল মঙ্গলবার ছিল বাড়িতে অবস্থানের ১৩তম দিন। এ ক’দিন সে বাড়ির বাইরে যায়নি। এমনকি আত্মীয়স্বজন ও বন্ধুদের সাথে যোগাযোগ করেনি। আর এতে স্বজনদের পাশাপাশি এলাকার মানুষের ধারণা জন্মে যে, টুটুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ ঘটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদের কানেও পৌঁছে যায়। গতকাল মঙ্গলবার দুপুরে ডা. শামীম আহমেদ স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে মুঠোফোনে কথা বলেন টুটুল ঢালীর সঙ্গে। টুটুল জানান, ‘আমি যখন ইতালি থেকে বাংলাদেশে আসি,তখনও ইতালিতে করোনা ভাইরাস ছড়ায়নি। আমি সচেতনতাবশত স্বেচ্ছায় নিজ বাড়িতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিই। আমার সর্দিকাশি কিংবা জ্বর কোনোটাই হয়নি। আগামীকাল বুধবার (আজ) ১৪ দিন শেষ হবে, তখন আমি বাড়ির বাইরে যাবো।’ টুটুল বিবাহিত এবং তাঁর পাঁচ ও তিন বছরের দুটি কন্যাসন্তান আছে। তিনি এ প্রতিবেদককে বলেন,দুঃখ লাগে আমার আপনজন ও বন্ধুরাই এমন গুজব ছড়িয়েছেন।

উল্লেখ্য,চীনের উহান শহর থেকে ছড়ানো বিশ্বজুড়ে প্রায় লাখের মতো মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৪ হাজার ২০০ ব্যক্তির মৃত্যু হয়েছে। মহামারী রূপ নেওয়া এই ভাইরাসের আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন