লৌহজংয়ে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রে ধান কাটা উদ্বোধন

0
49
লৌহজংয়ে কম্বাইন্ড হারভেস্টার যন্ত্রে ধান কাটা উদ্বোধন

প্রকাশিত :শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ইং ।।১১  বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।  ২৯ শাবান ১৪৪১

বিক্রমপুর খবর :নিজস্ব প্রতিনিধি মোঃ মানিক মিয়া লৌহজং : মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইরি-বোরো মৌসুমে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হলদিয়া ইউনিয়নের কারপাশা বিলে এই মেশিনের সাহায্যে ধান কাটার উদ্বোধন করা হয়। একসঙ্গে ধানকাটা, মাড়াই ও বস্তাবন্দি এরকম আধুনিক যন্ত্রের ব্যবহার উপজেলায় এই প্রথম।

এ কম্বাইন্ড হারভেস্টার মেশিনের বাজার মূল্য ২৯ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে সরকারিভাবে ভর্তুকি দেওয়া হয়েছে ১৪ লাখ টাকা। বাকি ১৫ লাখ ৫০ হাজার টাকা পূরণ করে এ মেশিন কিনে নেন কারপাশা গ্রামের কৃষক মো. লিটন শেখ।

লিটন শেখের খেতে এ মেশিন ব্যবহারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. শাহ আলম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাবিরুল ইসলাম খানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক এবিএম ওয়াহিদুর রহমান, উপজেলার ভাইস-চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস-চেয়ারম্যান রিনা ইসলাম, সাবেক জেলা পরিষদের সদস্য আক্তার হোসেন খান লাবু, হলদিয়া ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, এ কম্বাইন্ড হারভেস্টার মেশিন ঘণ্টায় ১ একর জমির ধান কাটতে সক্ষম। এটি দিয়ে ধান ছাড়াও গম ও ভূট্টা কাটা, মাড়াই ও ছাটা সম্ভব। কৃষক লিটন শেখ নিজের ফসল কাটা শেষে ভাড়ায় এ মেশিনে অন্যের জমির ফসল কাটতে পারবেন। এ ক্ষেত্রে একর প্রতি তিনি মেশিন ভাড়া বাবদ ৮ হাজার টাকা নিতে নেবেন। তিনি আরও জানান, শ্রমিক দিয়ে একই পরিমাণ জমির ধান কাটায় খরচ পড়বে প্রায় ১৫ হাজার টাকা।

কৃষক লিটন শেখ বলেন, করোনা প্রাদুর্ভাবের এ সময়ে ধান কাটার শ্রমিক নেই। কাজেই এ মেশিন আমার ২৫ বিঘা জমির ধানকাটায় বিশাল উপকার করবে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন