লৌহজংয়ে কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল

0
24
লৌহজংয়ে কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল

প্রকাশিত:শুক্রবার,৪  অক্টোবর ২০১৯ ইং ।। ১৯ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান ঝিলু লৌহজং : লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের ১ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার সকালে ও বিকেলে দুইবেলা কনকসার বাজারে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে আওয়ামী লীগের কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়। এতে ১ নং ওয়ার্ড থেকে শেখ মো. মফিজ শেখ সভাপতি ও আতাহার হোসেন ওরফে ফল মোড়ল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আর ৩ নং ওয়ার্ডে বেপারী মো. হারুন উর রশীদ ও আবদুল জলিল হাওলাদারকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

এসময় অতিথি হিসেবে কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবদুর রশীদ মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মোড়ল, কার্যকরী নির্বাহী সদস্য আনোয়ার হোসেন চানমিয়া, কনকসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মোড়ল, সাধারণ সম্পাদক এবং কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজাহান খান সাজু প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন