প্রকাশিত : মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০ ইং ।। ২৪ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর : অফিস ডেস্ক : লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের কনকসার বাজার সংলগ্ন মৃত মঙ্গল দেওয়ানের ছেলে ওহাব দেওয়ান গত ৩ এপ্রিল শুক্রবার সে তার গ্রামের বাড়িতে এলাকার মানুষদের মাঝে ত্রান বিতরন করেন।ত্রান বিতরন করে ঢাকায় ফিরে গিয়ে গতকাল সোমবার সকাল ৭ টার দিকে ঢাকার ওয়ারী রেংকিং স্ট্রিটএ ফরচুন গার্ডেন এর ১০ তলার ওহাব দেওয়ান (৬২) করোনায় মৃত্যুবরণ করেন । করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহের খবর পেয়ে বাসায় ওয়ারী থানার পুলিশ আসে। পুলিশ আত্মীয়স্বজনকে বাসায় ঢুকতে দেননি বলে জানান মৃতের ভাই আবদুল মান্নান দেওয়ান। ওহাব দেওয়ান করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা, সেজন্য মরদেহের নমুনা সংগ্রহ করে নিয়ে যান আইইডিসিআর। পরে রাত ৯টার দিকে জানানো হয়, ওহাব দেওয়ান করোনাভাইরাসে মারা গেছেন। ওয়ারী থানার পুলিশ তাদের তত্ত্বাবধানে জানাজা এবং দাফন করেন । ৩ ছেলে জানাজায় অংশ নিতে পেরেছিলেন এবং ১ ছেলেকে সাথে নিয়ে ঢাকার খিলগাঁওয়ের তালতলা কবরস্থানে ওহাব দেওয়ান এর লাশ দাফন করা হয়।
এছাড়াও নাগেরহাট ৪ নং ওয়ার্ড এর নয়না কান্দা গ্রামের বাসিন্দা হাজী হারুন বেপারী (৬৫), পিতা: হাজী জলিল বেপারী গত ০৩/০৪/২০২০ খ্রি. তারিখ ঢাকার লক্ষীবাজারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তীতে আইইডিসিআর থেকে তার নমুনা সংগ্রহ পূর্বক পরীক্ষা করে দেখা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তার লাশ গোপনে নাগেরহাটে(নয়না কান্দা গ্রামে) নিয়ে আসা হয় এবং তার লাশ সাতঘড়িয়া কবরস্থানে দাফন করা হয়।
সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কনকসারেরে ৭ টি পরিবার ও নাগেরহাটের ৩ টি পরিবারকে লকডাউন করেন লকডাউন করেন জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, লৌহজং, মুন্সীগঞ্জ। নাগেরহাটের ওই ব্যক্তিকে যে গোসল দিয়েছে এবং জানাজার নামাজ পড়িয়েছেন সেই ইমাম ও মুয়াজ্জিন সহ সকলকে লকডাউন করা হয়। এবং উক্ত ইমাম ও মুয়াজ্জিন কে তাৎক্ষণিক ১৪ দিনের খাবারের ব্যবস্থা করা হয় এবং প্রতিটি লকডাউন পরিবারকে পর্যায়ক্রমে খাবারের ব্যবস্থা করা হবে সেই আশ্বাস উপজেলা প্রশাসন ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার কাবিরুল ইসলাম খান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাক্তার শামীম আহমেদ , লৌহজং থানা ইন্সপেক্টর হাফিজ ও সেলিম রেজা, পুলিশ পরিদর্শক (তদন্ত), কনকসার ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী মূনীর হোসেন মোড়ল ও কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ,লৌহজং থানা যুবলীগের সহসভাপতি মোঃ মোস্তাক আহমেদ,সমাজ সেবক মোঃ শেখ শাহিন,পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল কুমার দে,নাগের হাট ৪নং ওয়ার্ড মেম্বার মোঃ সিদ্দিকুর রহমান সহ আরো অনেকে।