প্রকাশিত:মঙ্গলবার,১ অক্টোবর ২০১৯ ইং ।। ১৬ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :স্টাফ রিপোর্টার, মিজানুর রহমান ঝিলু লৌহজং : “বয়সের সমতার পথে যাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে লৌহজংয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে লৌহজং উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।
অনুষ্ঠান দুটিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সমাজসেবা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, নির্বাচনী কর্মকর্তা রিয়াজ আহমেদ ও স্থানীয় বেশ কয়েকজন প্রবীণ ব্যক্তি।