প্রকাশিত: রবিবার, ৬ অক্টোবর ২০১৯।। ২১ আশ্বিন,১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: স্টাফ রিপটার রিপোর্টার মিজানুর রহমান ঝিলু,লৌহজং: সাউথ আফ্রিকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুন্সীগঞ্জের উপজেলার যুবক সঞ্জিত রায় (৩৮) নিহত হয়েছেন। গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সঞ্জিতকে মৃত ঘোষণা করে। সঞ্জিত এক বাংলাদেশী মালিকের দোকানে কাজ করতো। চার বছর আগে সে জীবিকার সন্ধানে সাউথ আফ্রিকায় যায়। লৌহজং উপজেলার নাগেরহাট গ্রামের প্রয়াত মোহনবাশী রায়ের ছেলে সঞ্জিত। সে বিবাহিত, তার ৮ বছরের একটি ছেলে আছে। শুক্রবার বিকেলে সঞ্জিতের বাড়িতে গেলে আত্মীয়স্বজন ও গ্রামবাসীর আর্তনাদ দেখা গেছে। পারিবারিক সূত্র জানিয়েছে, সঞ্জিতের লাশ দেশে আনা হবে না। কারণ, সাউথ আফ্রিকা থেকে লাশ আনা ব্যয়বহুল, যা সঞ্জিতের পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। এছাড়া সাউথ আফ্রিকা থেকে মরদেহ ভালোমতো সংরক্ষণ করে পাঠানো হয় না। এর আগে সাউথ আফ্রিকা থেকে নিহত কয়েকজনের লাশ অরক্ষিত ও দুর্গন্ধভাবে দেশে এসেছে বলে কয়েকজন জানান। ৪ বছরে নিহত ৪ শতাধিক বাংলাদেশী সাউথ আফ্রিকায় বিগত চার বছরে ৪০০ জনের বেশি বাংলাদেশী নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ব্যবসা ও ব্যক্তিগত রেষারেষির ককারণে তাঁরা প্রাণ হারিয়েছেন।
গত মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সূত্র এসব তথ্য জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে অভিবাসী শ্রমিকদের ওপর ভয়াবহ আক্রমণ শুরু হওয়ায় বিষয়টি সামনে এসেছে। তবে দক্ষিণ এশিয়ার কোনো দেশের নাগরিক এমন সহিংসতায় জড়িয়ে পড়েনি। সাউথ আফ্রিকায় বাংলাদেশ হাই কমিশন বলেছে, ২০১৫ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ৪৫২ জনের মৃতদেহ দেশে পাঠানো হয়েছে। চলতি বছর এ পর্যন্ত পাঠানো হয়েছে ৮৮ জনের মরদেহ। এর মধ্যে ৯৫ শতাংশ হত্যাকাণ্ডের শিকার। আর হত্যাকাণ্ডের শিকারদের মধ্যে অধিকাংশকে তাঁদের দোকানে গুলি করে হত্যা করা হয়েছে।