প্রকাশিত:রবিবার, ১ নভেম্বর ২০২০ইং ।। ১৬ ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৪ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে ১৭০ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এদের মধ্যে ১১৪ জনকে জেলকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও বাকীদের অর্থ দন্ড করা হয়। পদ্মায় অভিযান চালিয়ে এসকল জেলেকে আটক করে নৌ পুলিশ ও প্রশাসন। এসময় উদ্ধার করা হয় ২ লাখ মিটার মা ইলিশ ধরার কারেন্ট জাল ও জব্দ করা হয় ৫০ কেজি ইলিশ।
লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির ও সহকারি কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মু. আসাদুজ্জামানের নেতৃত পদ্মা নদীতে এ অভিযান চালানো হয়। এসময় উপস্থিত ছিলেন উজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ ও ইন্সপেক্টর সিরাজুল কবিরসহ আইন-শৃঙ্ঘলা বাহিনীর সদস্যরা।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’