লৌহজংয়ে হোম কেয়ারেন্টাইনে না থাকায় জরিমানা

0
9
লৌহজংয়ে হোম কেয়ারেন্টাইনে না থাকায় জরিমানা

প্রকাশিত :বৃহস্পতিবার,১৯ মার্চ ২০২০ ইং ।। ৫ চৈত্র ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :লৌহজং সংবাদদাতা : লৌহজং উপজেলার বেজগাঁও গ্রামের আলী আকবর শেখের ছেলে মোঃ শাহিন শেখ (৩০), গত ১৭/০৩/২০২০ খ্রি. তারিখে সিংগাপুর থেকে দেশে এসেছেন। করোনা ভাইরাস সংক্রামন প্রতিরোধের জন্য তাকে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হলেও অদ্য ১৯/০৩/২০২০ খ্রি. তারিখে বিকাল ০৫:৩০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সরেজমিনে তার বাসায় যেয়ে দেখেন তিনি বাড়িতে নাই। এসময় পরিবারের সদস্যদের মাধ্যমে তাকে ফোন করে বাসায় ডেকে নিয়ে আসা হয়। তিনি সিংগাপুর থেকে দেশে এসে হোম কোয়ারেন্টাইনে না থেকে পরিবারসহ স্থানীয় বাজারের যেয়ে সকলের সাথে মিসছেন। যাহা তারসহ অন্যান্য সকলের জন্য অত্যান্ত ঝুকিপূর্ণ। মোঃ শাহিন শেখ এর এইরূপ আচারণের জন্য দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ২০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন লৌহজং উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কাবিরুল ইসলাম খান। এসময় মোঃ শাহিন শেখ সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের কে ১৪ দিন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য কঠোরভাবে নির্দেশ প্রদান করা হয় এবং স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে প্রতিনিয়ত খোজ খবর রেখে রিপোর্ট করার জন্য বলা হয়েছে।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন