লৌহজংয়ে বিএম শোয়েবের নির্বাচনী মিছিলে প্রতিপক্ষের হামলা, আহত ২০

0
3
লৌহজংয়ে বিএম শোয়েবের নির্বাচনী মিছিলে প্রতিপক্ষের হামলা, আহত ২০

প্রকাশিত : শুক্রবার, ১৭ মে ২০২৪ ইংরেজি, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা (গ্রীষ্ম কাল), ৮ জিলক্বদ ১৪৪৫ হিজরি ।

বিক্রমপুর খবর: লৌহজং থেকে স্টাফ রিপোর্টার: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাওদিয়া ইউনিয়নের বনসেমন্ত এলাকায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী বিএম শোয়েবের সমর্থকদের মিছিলে হামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গাওদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে এ হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পাঁচটায় স্থানীয় আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম শিকদারের নেতৃত্বে বড় মোকাম বাজার থেকে বিএম শোয়েবের দোয়াত-কলম প্রতীকের সমর্থকদের একটি মিছিল বের হয়। মিছিলটি পূর্ব বুড়দিয়া হয়ে বনসেমন্ত এলাকায় পৌঁছুলে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আব্দুর রশিদ শিকদারের কাপ-পিরিচের সমর্থকেরা লাঠিসোঁটা, দা-বটি নিয়ে গাওদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদারের নেতৃত্বে স্বপন হাওলাদার, সুমন হাওলাদার, রাজিব হাওলাদার, উজ্জ্বল বেপারী, জোনায়েদ হাওলাদার, সেলিম মেম্বারসহ ২৫-৩০ জন হামলা চালায়। এ সময় রিভলবার উঁচিয়ে ভয় দেখানো হয়েছে বলে বিএম শোয়েবের বেশ কয়েকজন সমর্থক জানান। মিছিলে নেতৃত্বদানকারী খোরশেদ শিকদারের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানা গেছে। আহতদের মধ্যে সুমন, কবির, শওকত, হেমায়েত, সোহাগ, খোরশেদ, স্বপন, রতনের নাম পাওয়া গেছে। আহতরা স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। চেয়ারম্যান প্রার্থী আব্দুর রশিদ শিকদারের সমর্থক গাওদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, নেতৃত্ব দেওয়া দূরে থাক, আমি ঘটনাস্থলেই ছিলাম না। পরে দুপক্ষের মারামারির কথা শুনেছি। অনেকের হাতেই তো মোবাইল ফোন ছিল, চ্যালেঞ্জ দিচ্ছি প্রমাণ করুক আমি ঘটনাস্থলে ছিলাম। রাত আটটায় এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে বিএম শোয়েবের নির্বাচন পরিচালনাকারী বিএম শামিম জানিয়েছেন। এ বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরে আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। ক্ষতিগ্রস্তদের অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 (বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন email bikrampurkhobor@gmail.com

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন