লৌহজংয়ে জরাজীর্ণ বেইলিসেতু যেন মরণ ফাঁদ

0
2
লৌহজংয়ে জরাজীর্ণ বেইলিসেতু যেন মরণ ফাঁদ

প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ২ মাঘ ১৪৩০ বাংলা (শীতকাল), ৩ রজব ১৪৪৫ হিজরি ।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার প্রধান সড়কের মালিরঅংক বাজার সংলগ্ন বেইলি সেতুর পাটাতন ভেঙে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। মেয়াদ উত্তীর্ণ নড়বড়ে এই সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বেইলি সেতুটি সরু ও জরাজীর্ণ ও পাটাতন ভেঙে যাওয়ার কারণে দীর্ঘ যানজট সৃষ্টি হচ্ছে। এতে যাতায়াতকারিদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। ভাঙা পাটাতনে যানবাহনের টায়ার আটকে প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটেই চলছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দ্রুত সংস্কার ও রাস্তা বা পাকা সেতু নির্মাণের দাবি এলাকাবাসী ও যানবাহন চালকদের।

স্থানীয়দের দাবি বেইলি সেতুটির নিচ দিয়ে পানি প্রবাহ খাল অনেক আগেই ভরাট হয়ে গেছে। তাই এখানে ব্রিজের প্রয়োজন নেই।

গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, মাওয়া লৌহজং থেকে টঙ্গীবাড়ি-মুন্সীগঞ্জ যাতায়াতের আঞ্চলিক প্রধান সড়কের মালিরঅংক বাজারে প্রবেশমুখে সংলগ্ন মেয়াদ উত্তীর্ণ এই বেইলি সেতুর পাটাতনে মরিচা ধরে ভেঙে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ওপর দিয়ে প্রতিনিয়ত হালকা ও ভারী যানবাহন চলাচল করে থাকে। দীর্ঘদিন ধরে এর মেরামত কাজ না করায় এটি অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। মরিচা ধরে পাটাতন ভেঙে গিয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। রেলিংয়ের বিভিন্ন অংশ মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। এই ব্রিজের ওপর দিয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন শত শত যানবাহন ও জেলার চার উপজেলার হাজারো মানুষ প্রতিদিন চলাচল করে। প্রধান এই সড়কের এ সেতু দিয়ে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এছাড়াও ঢাকা না গিয়ে মাওয়া পদ্মা সেতু থেকে মুক্তারপুর ব্রিজ হয়ে নারায়ণগঞ্জ এবং পূর্ব ও দক্ষিণবঙ্গে যাতায়াতে শর্টকাট রাস্তা হিসেবে কয়েক লাখ মানুষ আসা যাওয়া করে এ সড়ক পথ দিয়ে।

ব্রিজটি সরু হওয়ায় দুটি ছোট গাড়ি পাশাপাশি যেতে পারে না। এতে যানবাহনের জটলা হয়ে যানজট লেগে থাকছে। দীর্ঘ যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে। এছাড়া ঘোলতলী বেইলি সেতুর পাটাতনে দুই জায়গায় বড় ধরনের ফাঁকা থাকায় যানবাহন চলাচলে ব্যাহত হচ্ছে ও বর্তমানে ঘোলতলী এ বেইলি সেতুর পাশে পাকা সেতুর কাজ চলমান রয়েছে।

উপজেলার বাসিন্দা লিটন শিকদার জানান, খালতো ভরাট হয়ে গেছে এখানে ব্রিজের দরকার কী। ব্রিজ ভেঙে দ্রুত রাস্তা নির্মাণ করে দেয়া হোক।

কুমারভোগ ইউনিয়নের মোটরসাইকেল আরোহী মিজান জানান, লক্কর ঝক্কর এ সেতু দিয়ে ভয় নিয়ে চলাচল করতে হয়। পথচারী বাসুদিয়া গ্রামের কামাল জানান, এই সেতুটি ভেঙে চওড়া সড়ক নির্মাণ করে দিলে যানজট থাকবে না।

অটোরিকশা চালক মোবারক ও শরিফ হোসেন জানান, মালিরঅংক ব্রিজের পাটাতন ভাঙার কারণে লৌহার প্লেটের ফাঁকে পরে টায়ার কেটে যায়। তাদের গাড়ির টায়ার অনেকবার নষ্ট হয়ে গেছে বলে জানান এবং ঘোলতলী বেইলি সেতুর পাটাতনে বড়সড় ফাঁকা থাকায় টায়ার আঁটকে দুর্ঘটনা ও যানজট সৃষ্টি হচ্ছে।

বেজগাঁও ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মো. মিজানুর রহমান জানান, সেতুটির পাটাতনের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সড়ক ও জনপদ এ সেতুটি মেরামত করে দিলে ভালো হয়, এবং আমি শুনেছি এখানে পাকা সেতুর জন্য টেন্ডার হয়ে গেছে।

এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ জেলা সওজ উপ-বিভাগের প্রকৌশলী সাকিব জানান, মালিঅংক বেইলি ব্রিজটির বিষয়ে আমাদের রেগুলার মেকানিক্স পাঠাবো, ভাঙা বা ফাটল বিষয়টি অতিদ্রুত মেরামতের ব্যবস্থা নেয়া হবে।

(বিজ্ঞাপন)  https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..             

   ‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

Login করুন : https://www.bikrampurkhobor.com

আমাদের পেইজ লাইক দিন শেয়ার করুন।       

জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor

আপনার আশেপাশে সাম্প্রতিক খবর পাঠিয়ে দিন এছাড়া বিক্রমপুর খবর-এ প্রকাশিত লেখাসমূহে তথ্যমূলক ভুল-ভ্রান্তি থেকে যেতে পারে অথবা যেকোন লেখার সাথে আপনার ভিন্নমত থাকতে পারে। আপনার মতামত এবং সঠিক তথ্য দিয়ে আপনিও লিখুন অথবা লেখা পাঠান। লেখা পাঠাতে কিংবা যেকোন ধরনের প্রয়োজনে যোগাযোগ করুন – bikrampurkhobor@gmail.com এই ঠিকানায়।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন