লৌহজংয়ের সিংহের হাটিতে রিমালের আঘাতে পদ্মায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমি
প্রকাশিত :বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ ইংরেজি,১৬ জ্যৈষ্ঠ ১৪৩০ বাংলা(গ্রীষ্ম কাল),২১ জিলক্বদ ১৪৪৫ হিজরি।
বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি :আজ বিকেলে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে পদ্মা নদীর উত্তাল ঢেউয়ে লৌহজং উপজেলার পদ্মা পাড়ের মানুষদের ক্ষয়ক্ষতি পরিদর্শন করলেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, তাহার সাথে ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএম সোয়েব।
লৌহজংয়ের সিংহের হাটিতে রিমালের আঘাতে পদ্মায় ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি
বিকেলে তাহারা লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাটি গ্রামের গত দু’দিনে বিলিন হয়ে যাওয়া কয়েকটি পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। বেশ কয়েকটি বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যায় ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ।
এসময় উপজেলা ভাইস-চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, কনকসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুনির হোসেন মোড়ল, বর্তমান সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নুর নবী মোস্তাক আহমেদ, কনকসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিদ্যুৎ আলোর মোড়ল অত্র ওয়ার্ডে মেম্বার মোঃ জিল্লুর রহমান ঝিলু দপ্তরী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।