প্রকাশিত:বুধবার,৯ অক্টোবর ২০১৯ ইং ।। ২৪শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর ডেস্ক : মুন্সিগঞ্জ- বিক্রমপুর সমিতির সাবেক সভাপতি,সাবেক লায়ন ক্লাবের ডিস্ট্রিক গভর্নর (১৯৯৮-১৯৯৯),বিক্রমপুর ফাউন্ডেশন এর অন্যতম সদস্য, আঞ্জুমান মুফিদুল ইসলামের সদস্য,বিশিষ্ট সমাজ সেবক লায়ন আলহাজ্ব এটিএম আহসান হাবিব কোহিনুর আর আমাদের মাঝে নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গতকাল (৮ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা গেছেন।এবং সন্ধায় এয়ার এম্বলেন্স এ করে ঢাকায় আনা হয়। আজ সকালে গুলশানে তাহার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এবং গুলশান কবরস্হানেই তাঁকে দাফন করা হবে বলে জানা যায়।
লায়ন আলহাজ্ব এটিএম আহসান হাবিব কোহিনুর এর জন্মস্হান বিক্রমপুরের লৌহজং উপজেলার কলমা গ্রামে। গুলশান-১ এর ৬নং রোডের তাহার বাড়িতে একসময় বিক্রমপুরের মানুষের প্রচুর সমাগম ছিল।