প্রকাশিত: বৃহস্পতিবার,১৬মে ২০১৯। ২রা জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দ। ১১ রমজান ১৪৪০ হিজরি।
বিক্রমপুর খবর: মোঃ নাজমুল ইসলাম পিন্টু,(টঙ্গীবাড়ি,মুন্সীগঞ্জ) : গত ১৫ মে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) বালিগাঁও শাখা’র উদ্দ্যেগে দরিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবার সমূহের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি(সমৃদ্ধি) কর্মসূচির আওয়তায় ২০১৭এবং ২০১৮ সালে অনুষ্ঠিত এসএসসি/সমমান পরিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
সমাজের দরিদ্র দূরীকরণে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার বিভিন্ন ভাবে অক্লান্ত পরিশ্রম করে সমাজ উন্নয়ন মুলক কাজে ব্যাপক ভূমিকা পালন করে আসছে,প্রতিবছরের ন্যায় এবছরও ২০১৭ এবং ২০১৮ সালের এসএসসি/সমমান পরিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ১২০০০ হাজার টাকা করে ১৪ জন ছাত্রছাত্রীর মাঝে মোট ১৬৮০০০ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করেন।
এসময় শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাবা হাসিনা আক্তার(ইউএনও),অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিগাঁও শাখা’র সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী এ,এস,এম মোখলেসুর রহমান। শিক্ষাবৃত্তি ১৪ জান মেধাবীও দরিদ্র ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়। যাতের হাতে শিক্ষাবৃত্তি তুলে দেওয়া হলোঃ- ১.জান্নাতুল ফেরদৌস তামান্না,২.নুপুর আক্তার,৩.নুসরাত আক্তার,৪.নুসরাত জাহান তিথি,৫.সিনথিয়া আক্তার,৬.অনন্যা আক্তার,৭.সুমাইয়া আক্তার,৮. তৃষ্ণা আক্তার,৯. আন্নাস শেখ, ১০,ফাহিম ঢালী,১১. আরমান খান,১২. মিতু আক্তার,১৩.হৃদয় শেখ,১৪. শাহানা আক্তার।
উক্ত অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক আজগর হোসেন চঞ্চল,বালিগাঁও ইউনিয়ন পরিষদের ০১ নং ওয়ার্ড মেম্বার মোঃ মিজানুর রহমান মিজু,২ নং ওয়ার্ড মেম্বার সালাউদ্দিন শেখ,বেগম আরজখান কিন্ডার গার্ডেন স্কুলের প্রতিষ্ঠাতা জনাব রহমান খান ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তার বলেন,রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) বিভিন্য ভাবে দেশের দরিদ্র দুরীকরণে অক্লান্ত পরিশ্রম করে আসছে। তারা বিভিন্ন সময় সমাজ উন্নয়নমুলক কাজ থেকে শুরু করে শিক্ষাবৃত্তি দিয়ে মেধাবী ও দরিদ্র ছাত্র ছাত্রীদের পাশে দাড়াচ্ছে। তাদের এই সহানুভতিতা দেখে আমি মহিমান্নীত। আমি আশা করি সমাজ বদলাতে তারা নিরলশ কাজ করে যাবেন।
ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে তিনি আরো বলেন,তোমরাই জাতীর মেরুদন্ড,তোমরা যারা দরিদ্র মেধাবী আছো শত কষ্ট হলেও জীবনের শেষ প্রান্ত পর্যন্ত হলেও পড়াশুনা চালিয়ে যেও। রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার(রিক) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) যেভাবে তোমাদের পাশে দাড়িয়েছে ঠিক কোনওনা কোনও প্রতিষ্ঠান তোমাদের মত দরিদ্র ছাত্রছাত্রীদের পাশে দাড়াবে। তোমরা ভালোভাবে পড়াশুনা করো। তোমরাই আগামীর ভবিষ্যত।তোমাদের পাশে এই প্রতিষ্ঠান সব সময় পাশে থাকবে। তোমরা এগিয়ে যাও দুর্বার গতিতে।