প্রকাশিত:সোমবার,৩০ সেপ্টেম্বর ২০১৯ ইং ।। ১৫ই আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি :এ্যাড. মৃণাল কান্তি দাস এমপি বলেছেন যারা সন্ত্রাসী, বালু খেকো, তাদের সামাজিক ভাবে বর্জন করা উচিৎ। রাজধানীর ক্যাসিনোর বিরুদ্ধে অভিযান চলছে । যারা এ ধরনের কর্মকান্ডে জড়িত তাদের ছাড় দেয়া হচ্ছেনা। স্পষ্ট করে বলতে চাই এ সরকার অপরাধীদের ছাড় দিচ্ছেননা। তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান। গতকাল রোববার দুপুরে হাটলক্ষিগঞ্জ বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় বীরমুক্তিযোদ্ধা জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগার এর আয়োজনে বীরমুক্তিযোদ্ধা জালাল কমিশনার এর ১৮ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কর্মসূচি অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন বীরমুক্তিযোদ্ধা জালাল কমিশনার হত্যার সাথে যারা জড়িত তাদের মানুষ কোন দিন ক্ষমা করবেনা বলে মন্তব্য করেন । বীরমুক্তিযোদ্ধা জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের সভাপতি মোঃ মুকবুল হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আরিফুল ইসলাম,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম পিন্টু,বিশিষ্ট সমাজ সেবক দেলোয়ার হোসেন মিজি,সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন জাকির,শ্রুতি কথনের সভাপতি এস এম সুমন অনুষ্টান সঞ্চালনা করেন নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী সার্বিক সহযোগীতায় বীরমুক্তিযোদ্ধা জালাল কমিশনার স্মৃতি ফাউন্ডেশন ও পাঠাগারের সাধারণ সম্পাদক কাউন্সিলর নার্গিস আক্তার। এর আগে মুন্সীগঞ্জ রক্তদান সংস্থা বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্নয় করে এবং দুস্থ্যদের বিনা মূল্যে চিকিৎসা সেবা দেন মেডিসিন বিশেজ্ঞ ডাঃ কুমার মৃদুল দাস, এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ রক্ত দান সংস্থা সভাপতি রায়হান রাব্বি,স্বপ্ননীড় ডায়গোনিষ্টিক সেন্টারের পরিচালক সুমন লাল প্রমূখ ।