প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২০ ইং ।। ৬ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।। ২৬ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : স্টাফ রিপোর্টার লৌহজং : শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট এখন পুরো ফাঁকা।
বুধবার (২০ মে) সকাল থেকেই ঘরমুখো যাত্রী ও যানবাহনের কোনো জটলা নেই ঘাট এলাকায়। তবে ঘাটের অদূরে পুরাতন ফেরীঘাট এলাকা থেকে ট্রলারে করে বেশ কিছু সংখ্যক ঘরমুখো যাত্রীকে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।
এ সময় ৩টি ট্রলার আটক করে নৌ-ফাঁড়ি পুলিশ। পরে ওই ট্রলারগুলোর তলা ফুটো করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও ঘূর্ণিঝড় আম্পানের কারণে দক্ষিণবঙ্গের এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এতে শিমুলিয়া ঘাটে কোনো যানবাহন ও ঘরমুখো যাত্রী সাধারণ নেই। এক কথায় পুরো ঘাট এখন ফাঁকা। শতাধিক পণবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় থাকলেও শুধুমাত্র লাশবাহী অ্যাম্বুলেন্স ছাড়া ফেরি ছাড়া হবে না। নৌরুটে চলাচলরত ফেরিগুলো মাঝ পদ্মায় নোঙরে রাখা হয়েছে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ হিলাল উদ্দিন জানান, শিমুলিয়া ঘাটে যাত্রীদের উপস্থিতি নেই। ঘাট পুরোপারি যাত্রী শূন্য। তবে ঘাটের অদুরে কিছু সংখ্যক যাত্রীকে ট্রলারে করে পদ্মা পাড়ি দিতে দেখা গেছে।