প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০১৯।। ১৮ আশ্বিন,১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর: টঙ্গীবাড়ি প্রতিনিধি: টঙ্গীবাড়ি উপজেলার যশলং ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বাষির্কী সম্মেলন যশলং হাজী গনকিরিম স্কুলে যশলং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল রব মতবররে সভাপতিত্বে এসময় প্রধান অতিথি উপস্থিত ছিলেনটঙ্গীবাড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গীবাড়ি উপজেলার চেয়ারম্যান মোঃ জগলুল হাওলাদর ভুতু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আঃ বারেক,ঢাকা দক্ষিন আওয়ামী লীগে উপ-দপ্তর সস্পাদক হাজী মোঃ মিরাজ হোসেন মৃধা। আরো উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলার ভাইস চেয়ারম্যন,দিঘীরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ হাওলাদার ও কামারখারা ইউনিয়নের চেয়ারম্যন মহিউদ্দিন হাওলাদার।
ত্রি-বার্ষিকী সম্মেলনটি পরিচালনা করেন যশলং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম দেওয়ান।