প্রকাশিত: মঙ্গলবার,২০ অক্টোবর ২০২০ইং ।। ৪ঠা কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ২রা রবিউল আউয়াল,১৪৪২ হিজরী
বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) মুজিবর রহমান চৌধুরী নিক্সনকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছে হাইকোর্ট।
মঙ্গলবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কেএম জাহিদ সারোয়ার কাজলের বেঞ্চ তাকে এ জামিন দেয়।
শুনানিতে নিক্সনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শাহদীন মালিক এবং মনজুর আলম।
এর আগে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনে ফরিদপুরের জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নওয়াবুল ইসলাম গত বৃহস্পতিবার চরভদ্রাসন থানায় নিক্সনের বিরুদ্ধে এ মামলা করেন।
গত ১০ অক্টোবর চরভদ্রাসন উপজেলার উপনির্বাচনে জেলা প্রশাসকের সঙ্গে অশোভন আচরণ এবং একজন উপজেলা নির্বাহী অফিসার ও একজন ম্যাজিস্ট্রেটকে ফোনে হুমকি-ধমকি দেন বলে অভিযোগ ওঠে স্থানীয় এমপি নিক্সনের বিরুদ্ধে।
আলাপের অডিও ফেইসবুকে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন। পরে নিক্সনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তের কথা জানায় নির্বাচন কমিশন।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’