প্রকাশিত : ডিসেম্বর ২৩, ২০১৮ :: বিক্রমপুর খবর ডেস্ক::
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী বাস, সিএনজি ও আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরো ৫ জন।
রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের উথলী মোল্লাবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— জীবননগর উপজেলার উথলী গ্রামের আফতাব আলীর ছেলে রবিউল ইসলাম (৩২) তার স্ত্রী শ্যামলী খাতুন (২৮), ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা গ্রামের ফকির চাঁদের ছেলে উজ্জল (৩৪) ও সদর উপজেলার ছোট আড়িয়া গ্রামের রমজেত আলীর ছেলে জাহাঙ্গীর আলী (৩০)।
স্থানীয়রা জানান, জীবননগর থেকে কেজিএন পরিবহনের একটি যাত্রীবাহী বাস চুয়াডাঙ্গা অভিমুখে আসছিলো। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ওই যাত্রীবাহী বাসটি উথলী মোল্লাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি ও ধান বোঝাই আলমসাধুর ত্রিমুখী সংঘর্ষ হয়।
এ সময় যাত্রাবাহী বাসটি সড়কের পাশে উল্টে পড়ে। ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী রবিউল ইসলাম, তার স্ত্রী শ্যামলী, আব্দুল হালিম ও জাহাঙ্গীরের মৃত্যু হয়। গুরুতর আহত হয় দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজির ৫ জন যাত্রী।
পরে দর্শনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মী এবং স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আহম্মেদ সগির নামে এক প্রত্যক্ষদর্শী দুর্ঘটনার বর্ণনা দিতে গিয়ে জানান, কেজিএন পরিবহনের বাসের চালক দুর্ঘটনার সময় মোবাইল ফোনে কথা বলছিলো।
জেলা প্রশাসক গোপাল চন্দ্র দাস চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করে সাংবাদিকদের জানান, কেন এবং কি কারণে দুর্ঘটনা সংঘটিত হয়েছে তা তদন্ত করা হবে।