মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান করোনায় মারা গেলেন

0
11
মেডিসিন বিশেষজ্ঞ ডা. মুজিবুর রহমান করোনায় মারা গেলেন

প্রকাশিত :মঙ্গলবার, ১৬ জুন ২০২০ ইং । ২রা আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মুজিবুর রহমান কোভিড-১৯ আক্রান্ত হয়ে আজ মঙ্গলবার ভোর ৫ঃ৩০ এ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন অবস্তায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের প্রধান প্রশাসক নিরুপম দাশ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, করোনা পজিটিভ হয়ে প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ডা. একেএম মুজিবুর রহমান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মারা যান।

তিনি বিগত ২ জুন মঙ্গলবার থেকে কোভিড-১৯  আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় সিএমএইচে ভর্তি ছিলেন, অবস্থা অপরিবর্তিত থাকায় তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছিল।

তিনি বর্তমানে ঢাকার কেয়ার মেডিকেল কলেজে মেডিসিনের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন সাভার এনাম মেডিকেল কলেজ এবং ছিলেন প্রাক্তন বিভাগীয় প্রধান (মেডিসিন), নর্দান ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ।

এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ৩৩ জন চিকিৎসক মারা গেলেন। আর উপসর্গ নিয়ে পাঁচজন চিকিৎসক মারা গেছেন বলে জানিয়েছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন