মেট্রোরেল এর শহরে ফানুস ওড়ে না

0
5
মেট্রোরেল এর শহরে ফানুস ওড়ে না

প্রকাশিত:রবিবার,১ জানুয়ারি ২০২৩।।১৭ পৌষ ১৪২৯ বঙ্গাব্দ (শীতকাল)।।৬ জমাদিউস সানি,১৪৪৪ হিজরি।।

বিক্রমপুর খবর : অনলাইন ডেস্ক : বিশ্বের যেসব বড় বড় শহরে মেট্রোরেল চলে সেসব শহরে ফানুস ওড়ে না। মেট্রোরেল চলাচলের জন্য বৈদ্যুতিক সরঞ্জাম ও তারের প্রয়োজন হয়। সে কারণে অন্যান্য দেশে মেট্রোরেলের শহরে ফানুস ওড়ানো নিষেধ। বাংলাদেশেও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা উচিত বলে মনে করেন অনেকেই। না হলে যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। এসব বিষয় মাথায় রেখে সব ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেল কর্মকর্তারা বলছেন, মেট্রোরেল চালুর চতুর্থ দিনে রবিবার (১ জানুয়ারি) দুই ঘণ্টা বন্ধ রাখতে হলো চলাচল। থার্টি ফার্স্ট নাইটে ওড়ানোর ফানুস এসে মেট্রোরেলের বৈদ্যুতিক তারে আটকে যায়। এজন্য সকাল ৮টায় চলাচল শুরুর কথা থাকলেও বন্ধ রাখা হয় মেট্রোরেলের যাত্রা। ফানুস আটকে যাওয়ার সংবাদ পাওয়ার পর তা সরানোর কাজ হয়। লাইনগুলোতে কোনও ধরনের প্রভাব পড়েছে কিনা সেসব বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা করতে হয়েছে।

তারের ওপর ফানুস পড়ার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল দুই ঘণ্টা, ফলে অপেক্ষায় থাকতে হয় যাত্রীদের

ষাটোর্ধ্ব রমিজ হাসান পরিবারসহ আসেন মেট্রোরেলে চড়াতে। উত্তরা থেকে আগারগাঁও যাওয়ার পথে বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘আজ শুধু আমাদের নিজেদের অসচেতনতার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। আমরা সত্যিই অসচেতন। ফানুস ওড়ানো নিষিদ্ধে সরকারকে কার্যকর ব্যবস্থা নিতে হবে।’

প্রবাসী সদরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি কোরিয়ার নাগরিক। বাংলাদেশে মেট্রোরেল চালু হয়েছে, তাই ভ্রমণ করতে এসেছি। আমাদের সব জায়গায় জবাবদিহি থাকা উচিত। এ বিষয়ে সরকারকে আরও কঠোর হতে হবে, যেন কেউ ফানুস ওড়ানোর সাহস না পায়।’

মেট্রোরেলের যাত্রী শাহজাহান বলেন, ‘গতকাল টেলিভিশন ও অনলাইন পত্রিকায় দেখলাম আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ। কিন্তু রাত ১২টার দিকে যে বিকট শব্দে আতশবাজি ও ফানুস ওড়ানো দেখলাম, তা লজ্জাজনক। আইনশৃঙ্খলা বাহিনী ফানুস ওড়াতে নিষেধ করেছে। আসলে তারা কী ধরনের ব্যবস্থা নিয়েছে তা একজন নাগরিক হিসেবে আমরা জানতে পারি না।’

মেট্রোরেলমেট্রোরেল

মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোরেলে যাত্রী নিরাপত্তার বিষয়টি আমাদের কাছে সবসময় অগ্রাধিকার ভিত্তিতে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার ফানুস ওড়াতে নিষেধ করা হলেও কেউ তা মানেনি। তাদের কথা কোনও কাজে আসেনি।’

তিনি আরও বলেন, ‘তারের সঙ্গে যদি কোনও ফানুস আটকে থাকে তাহলে মেট্রোরেল চলবে না। এ সময় মেট্রোরেল চলাচল করলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। মেট্রোরেলের নিরাপত্তায় যাত্রীদের জন্য যে ব্যবস্থা রাখা হয়েছে সে বিষয়ে আমরা কোনও ঝুঁকি নেবো না।’

আগারগাঁও মেট্রোস্টেশনের স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেট্রোরেল চলাচলের যে রুটটি রয়েছে শুধু সেখানে নয়, আশপাশের সব জায়গায় ফানুস ওড়ানো নিষিদ্ধ করা উচিত। ফানুস পোড়ানোর পর কখন কোথায় আটকে যায় কেউ বলতে পারে না। গত তিন দিন আমরা শিডিউল অনুযায়ী মেট্রোরেল চালাতে সক্ষম হয়েছি। আজ এসে সমস্যায় পড়লাম। যদিও সব সমস্যার সমাধান করে আমরা মেট্রোরেল চালাতে পেরেছি। আমাদের পাশের দেশ ভারতের দিল্লিতে মেট্রোরেলের কারণে ফানুস ওড়ানো নিষিদ্ধ।’ কোনও ধরনের সমস্যা ছাড়া মেট্রোরেল চলাচলে ফানুস নিষিদ্ধের পাশাপাশি সবাইকে অন্যান্য বিষয়ে আরও সচেতন থাকার আহ্বান জানান মেট্রোরেলের এই কর্মকর্তা।

  (বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1

নিউজটি শেয়ার করুন .. ..               

   ‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।

আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

নিউজ ট্যাগ:

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন