মেঘনায় ট্রলারডুবির ঘটনায় ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন

0
19

প্রকাশিত:শনিবার,১৯ জানুয়ারি ২০১৯ ::বিক্রমপুর খবর

মুন্সীগঞ্জের মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।বৃহস্পতিবার(১৭ জানুয়ারি)রাতে মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলামকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।

এই কমিটির বাকি সদস্যরা হলেন-মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল,সংশ্লিষ্ট এলাকার কোস্টগার্ড কর্মকর্তা, নৌ পুলিশের কর্মকর্তা,বিআইডব্লিউটিএ কর্মকর্তা,ফায়ার সার্ভিস কর্মকর্তা ও জেলা ত্রাণ ও দুর্যোগ বিষয়ক কর্মকর্তা।শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে কমিটি গঠনের তথ্য নিশ্চিত করেন কমিটির প্রধান।

কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশশেরুল ইসলাম জানান,ডুবে যাওয়া ট্রলার উদ্ধারের পর তদন্ত কমিটি কাজ শুরু করবে।এরমধ্যে ট্রলারে থাকা জীবিত শ্রমিকদের বক্তব্য নেওয়া হয়েছে।পুলিশকে বলা হয়েছে মালবাহী যে ট্যাংকার ধাক্কা দিয়েছিল সেটিকে খুঁজে বের করে আটক করতে।তাহলে তাদের বক্তব্যসহ প্রতিবেদন জমা দেওয়া যাবে।

উল্লেখ্য,মাটি বোঝাই ট্রলারটি কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে যাচ্ছিল। এর অধিকাংশ শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিলেন। বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী মালবাহী জাহাজটির সঙ্গে ধাক্কা লাগে।এসময় ডুবে যায় মাটিবোঝাই ট্রলারটি।৩৪ শ্রমিকের মধ্যে ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারে।মুন্সিগঞ্জ সদরে মেঘনা নদীতে ট্রলার ডুবির চলছে উদ্ধারকাজ।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সকাল থেকে ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকাজ।এর আগে,মঙ্গলবার (১৫ জানুয়ারি) ভোর ৪টার দিকে চর ঝাপটা এলাকায় মালবাহী জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায় ‘জাকির দেওয়ান’ নামের একটি ট্রলার।ঘটনার একদিন পর বুধবার (১৬ জানুয়ারি) উদ্ধারকাজ চালায় পুলিশ,নৌ-পুলিশ,ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএ, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এম মোজাম্মেল হক বলেন,বিকেলে নৌ-বাহিনীর একটি ডুবুরি দলও ঘটনাস্থলে এসে কাজ শুরু করবে।

সূত্র জানায়,ঘটনাস্থলের আশপাশের ৫-৬ কিলোমিটার পর্যন্ত খোঁজাখুঁজি চলছে। এছাড়া সকালের দিকে কোস্টগার্ডের একটি দল পানির নিচে ট্রলারের সন্ধানে কাজ চালালেও কোনো সন্ধান মেলাতে পারেনি।নিখোঁজের স্বজনরা গজারিয়া উপজেলার কালীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থান নিয়েছেন। ঢাকা ফায়ার সার্ভিস থেকে ‘অগ্নি শাসক’ ও বিআইডাব্লিউটিএ’র কনক এখানে উদ্ধারকারী জাহাজ হিসাবে কাজ করছে।

মাটিবোঝাই ট্রলারটি কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে যাচ্ছিল।পথে বিপরীত দিক থেকে আসা চাঁদপুরগামী মালবাহী একটি জাহাজের সঙ্গে ধাক্কা লাগে।ধাক্কায় ডুবে যায় মাটিবোঝাই ট্রলারটি।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন