মুন্সীগঞ্জ-মাওয়া সড়ক বন্যায় বিপর্যস্ত

0
37
মুন্সীগঞ্জ-মাওয়া সড়ক বন্যায় বিপর্যস্ত

প্রকাশিত : বুধবার,২৯ জুলাই ২০২০ইং ।। ১৪ই শ্রাবণ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : লৌহজং প্রতিনিধি : চলমান বন্যায় ভেঙে পড়েছে জেলার যোগাযোগ ব্যবস্থা। বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির ঢল স্রোতে ভেঙে গেছে অনেক এলাকার রাস্তা। ব্রিজ-কালভার্টের সংযোগ সড়ক ধসে বিচ্ছিন্ন হয়ে গেছে জেলা-উপজেলা-ইউনিয়ন। পানির তোড়ে ভেঙে গেছে অনেক এলাকার রক্ষাবাঁধ। কোথাও সড়কের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হাঁটুপানি।

মালির অঙ্ক

মুন্সীগঞ্জ-লৌহজং-মাওয়া (মালির অংক) সড়কটির কয়েকটি অংশ পানিতে ডুবে আছে। দীর্ঘদিন পানির নিচে থাকায় উঠে গেছে সড়কের বিটুমিন। এসব এলাকায় সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে মুন্সীগঞ্জের সাথে লৌহজং, মাওয়া সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মালির অংক সড়কের উপর দিয়ে প্রবল বেগে পানির স্রোত বইছে। ফলে ওই সড়কে যাতায়াতে মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বন্যার পানির তোড়ে সড়কটি ক্ষতিগ্রস্থ হয়ে পুরোপুরি যোগাযোগ বন্ধ হবার আশঙ্কা করছেন স্থানীয়রা। অনেকে জরুরি প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে জেলা থেকে পণ্য পরিবহন করছেন।

অনেক সড়কে আটকে যাচ্ছে গাড়ি। পরে সেখান থেকে মালামাল নামিয়ে নৌকা ও ভ্যানে করে নিয়ে যাওয়া হয় গন্তব্যস্থলে। এভাবেই চলছে জেলার প্রায় ৪টি উপজেলার সড়ক যোগাযোগ। সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার গ্রাম অঞ্চলের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা।

নিউজটি শেয়ার করুন .. ..         

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন