প্রকাশিত : শুক্রবার, ৫ জুন ২০২০ ইং ।। ২২ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মুুন্সীগঞ্জ প্রতিনিধি : মুুন্সীগঞ্জের ছয় উপজেলায় নতুন করে আরও ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯০৯ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬৮ জন ও মৃত ২৫ জন রয়েছেন। করোনা পরীক্ষার ফলাফলের অপেক্ষায় রয়েছেন আরও ৫৪৫ জন।
আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ। এসময় উদ্বেগ প্রকাশ করে সিভিল সার্জন বলেন, নমুনা পরীক্ষার ২৭ শতাংশ মানুষই করোনা পজিটিভ হচ্ছে। জেলায় দিন দিন করোনা আক্রান্তের সংখ্যার পাশাপাশি মৃতের হারও বৃদ্ধি পাচ্ছে।
নতুন আক্রান্তদের মধ্যে,
সদর উপজেলায় ৮ জন,
টংগিবাড়ী উপজেলায় ৯ জন,
সিরাজদিখান উপজেলায় ১৫ জন,
লৌহজং উপজেলায় ৪ জন ,
শ্রীনগর উপজেলায় ১১ জন ও
গজারিয়া উপজেলায় ৯ জন রয়েছেন। এর মধ্যে মৃত নতুন দুইজনই হলেন সদর উপজেলার ।
জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২ ও ৩ জুন ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিনে (নিপসম) পাঠানো নমুনার মধ্যে ২০০ জনের ফল এসেছে। সেখানে ৫৬ জনের করোনা পজিটিভ হওয়ার কথা জানানো হয়। শুক্রবার ২১০ জনসহ জেলার মোট ৫ হাজার ৪৩৩ জনের নমুনা এ পাঠানো হয়। ইতোমধ্যে ৪ হাজার ৮৮৮ জনের নমুনার ফল পাওয়া গেছে। এ পর্যন্ত সদর উপজেলায় ৪১৯ জন, টংগিবাড়ী উপজেলায় ৬১ জন, সিরাজদিখান উপজেলায় ১৩৫ জন, শ্রীনগর উপজেলায় ৯৫ জন, লৌহজং উপজেলায় ১০০ জন এবং গজারিয়া উপজেলায় ৯৯ জন করোনায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। এর মধ্যে সদরে একজন স্বাস্থকর্মীসহ ১৫ জন, টংগিবাড়ী উপজেলায় চারজন , সিরাজদিখান উপজেলায় দুইজন, শ্রীনগর উপজেলায় একজন ও লৌহজং উপজেলায় তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা যায়।
নিউজটি শেয়ার করুন .. ..