প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০ ইং ।। ১১ই আষাঢ় ১৪২৭ বঙ্গাব্দ ।।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বৃহস্পতিবার আরও ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৯১৪ জনের করোনা শনাক্ত হলো। বৃহস্পতিবার নতুন আরও ৪২ জন সুস্থ হয়ে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৭। এছাড়াও গত ২৪ ঘন্টায় শ্রীনগর ও গজারিয়া উপজেলায় ১ জন করে মোট ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছেন ৪৬ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানিয়েছেন বৃহস্পতিবার নতুন শনাক্ত ৩৪ জনের মধ্যে
সদর উপজেলায় ১৫ জন,
টঙ্গীবাড়ি উপজেলায় ৪ জন,
সিরাজদিখান উপজেলায় ৩ জন,
গজারিয়া উপজেলায় ৭ জন করোনা,
লৌহজং উপজেলায় ৪ জন,
শ্রীনগর উপজেলায় ১ জন করোন শনাক্ত হয়েছে।
গত ২৩ই জুন তারিখের ২০৭ টি রিপোর্ট এসেছে এর মধ্যে ৩৪ জন করোন ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি আরও জানান, জেলায় ৯৪৭৭ টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এর মধ্যে রিপোর্ট এসেছে ৮৮৮১ টি।
নিউজটি শেয়ার করুন .. ..