প্রকাশিত : শনিবার, ২ মে ২০২০ ইং ।। ১৯ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ৮ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : টঙ্গীবাড়ি প্রতিনিধি : মাহে রমজান সহ করোনার কারনে কর্মহীন মুন্সীগঞ্জ সদর ও টঙ্গীবাড়ি উপজেলার চার হাজার পরিবারে মধ্যে খাদ্য সামগ্রি বিতরন করা হয়েছে।
শুক্রবার দিনব্যাপী জেলার দুটি উপজেলার দুঃস্থ ও কর্মহীন মানুষের মধ্যে ইফতার সহ খাদ্য সামগ্রি বিতরন করা হয়।
মরনব্যাধি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে উপজেলা দুটি সীল সহ লকডাউন হওয়ায় খেটে খাওয়া মানুষজন ঘরবন্দি হয়ে পরে। যার প্রেক্ষিতে দিন মজুর নিম্ন আয়ের মানুষের আয় বন্ধ হয়ে যাওয়ায় খাদ্য সংকটের কারনে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রি বিতরন করেন মুন্সীগঞ্জ সদর থানার বজ্রযোগীনি ইউনিয়নের সাতরাপাড়া গ্রামের সন্তান বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সিরাজুল ইসলাম।
তিনি টঙ্গীবাড়ি উপজেলার বেতকা থেকে ১৫শত পরিবার ও মুন্সীগঞ্জ সদরের রামপাল থেকে ১২৫০ পরিবার ও বজ্রযোগিনী থেকে ১২৫০ পরিবার মোট ৪ হাজার পরিবারের মধ্যে ইফতার ও খাদ্য সামগ্রি বিরতন করেন।
ব্যক্তিগত তহবিল থেকে বাংলাদেশ ফ্রেস ফুড ইমপোটার এসোসিয়েশনের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রত্যেক পরিবারের মাঝে ২০কেজি চাল,২ কেজি তেল,৩ কেজি মশুর ডাল, ২ কেজি চিনি,২ কেজি ছোলাবুট,১ কেজি খেজুর প্রদান করেন।