মুন্সীগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

0
17
মুন্সীগঞ্জে সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত:মঙ্গলবার,২৯ অক্টোবর ২০১৯ ইং ।। ১৩ই কার্ত্তিক ১৪২৬ বঙ্গাব্দ।

বিক্রমপুর খবর :টংগিবাড়ী প্রতিনিধি :গতকাল সোমবার মুন্সীগঞ্জ জেলায় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি অংশ হিসাবে নিরাপদ সড়ক চাই টংগিবাড়ী শাখা সংগঠনের আয়োজনে মুন্সীগঞ্জ জেলা শহরের প্রাইমারী ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) হলরুমে,দিন ব্যপী সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

যাতে করে শিক্ষকরা সড়ক নিরাপত্তা বিষয়ক কর্মশালা থেকে  শিক্ষা গ্রহন  করে  তার  যোগদানকৃত বিদ্যালয়ের  ছাত্র ছাত্রীদের সড়ক দুর্ঘটনা এড়াতে ও চলাচলের বিষয়ে ভূমিকা রাখতে পারেন। এতে ২০০ জন শিক্ষক ও ২৫ জন প্রশিক্ষক উপস্থিত  ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার)। সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক কর্মশালায় প্রধান আলোচক  হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত, নিরাপদ সড়ক চাই সংগঠনের  প্রতিষ্ঠাতা  চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন।

নিরাপদ সড়ক চাই  কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ও নিসচা টংগিবাড়ী উপজেলা শাখা’র সভাপতি  এম জামাল হোসেন মন্ডলের সভাপতিত্বে অন্যদের মধ্যে  নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহাসচিব  আলহাজ্ব রোটারিয়ান সৈয়দ এহসান-উল হক  কামাল,  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ  মোঃ আবু ইউসুফ ফকির,  মুন্সীগঞ্জ  পিটিআইয়ের সুপারিন্টেন্ডেন্ট   কামরুজ্জামান,  নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান  শামীম আলম দীপেন, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ,  যুগ্ম মহাসচিব  লায়ন মোঃ গনি মিয়া বাবুল,  সাংগঠনিক সম্পাদক  এস এম আজাদ হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন  নিরাপদ সড়ক চাই (নিসচা)  টংগিবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক  মোঃ সাইফুর রহমান প্রমুখ।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন