প্রকাশিত: মঙ্গলবার,৩ নভেম্বর ২০২০ইং ।। ১৮ই কার্তিক ১৪২৭ বঙ্গাব্দ (হেমন্তকাল)।। ১৬ই রবিউল আউয়াল,১৪৪২ হিজরী।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে ক্রিকেটার্স ওয়ালফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে আর্টিসান প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টি ক্রিকেট খেলার উদ্ধোধন করা হয়েছে।
সোম বার সকালে সদর উপজেলার মিরকাদিম গ্রীন ওয়েল ফেয়ার সেন্টার মাঠে এ খেলার উদ্ধোধন করা হয়।
উদ্ধোধনী ম্যাচে সুপার বিক্রমপুর বনাম মুন্সীগঞ্জ স্টার এবং বিক্রমপুর ব্লাষ্টার বনাম মুন্সীগঞ্জ ওয়ারিয়ার্স এর মাঝে খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ লিগের উদ্বোধন করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. আব্দুল মোমেন পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌর মেয়র শহিদুল ইসলাম শাহিন, আর্টিসান আউটফির্টাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী আহমেদ রাসেল, বিশিষ্ট শিল্পপতি জাহাঙ্গীর হোসেন মোল্লা, আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল আম্পায়ার গাজী সোহেল।
গ্রীণওয়েল ফেয়ার সেন্টারের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক খেলোয়ার জাহাঙ্গীর আলম, মুন্সীগঞ্জ প্রেসক্লাব সভাপতি মীর নাছিরউদ্দিন উজ্জ্বল, গ্রীণওয়েল ফেয়ার সেন্টারের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শরীফ প্রমুখ।
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর-আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন-বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’