প্রকাশিত:শনিবার,১২ অক্টোবর ২০১৯ ইং ।। ২৭শে আশ্বিন ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর :মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ সদর উপজেলা অধীন মহাককালি ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলনের মধ্য দিয়ে নতুন কমিটি হয়েছে।এতে সভাপতি পদে শহিদুল ইসলাম ও সাধারণ পদে মো: নজরুল ইসলাম নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে মহাকালী স্কুল মাঠে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনিছ উজ্জামান আনিছ। এ সময় অন্যদের মধ্যে আরো ছিলেন জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক অ্যাড. সোহানা তাহমিনা, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: আফছার উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাজী সামছুল কবির মাস্টার প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।