মুন্সীগঞ্জে পল্লী বিদ্যুত সমিতির জিএমসহ নতুন করে ৭ জনের করোনা জয়!

0
15
মুন্সীগঞ্জে আজ ৫১ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ২১০৬

প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে ২০২০ ইং ।। ২৯ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ১৮ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ জেলায় নতুন ৭ জন করোনা জয় করেছেন। মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএমসহ নতুন করে যারা করোনা জয় করেছেন তাহারা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩ জন , শ্রীনগরে উপজেলায় ২জন এবং গজারিয়া উপজেলায় ২ জন।

এর আগে ১৪ জন করেছেন তাহারা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রথম রোগী পানামের গৃহিনী মায়া বেগম (৪৫) ও শহরের মানিকপুরের আব্দুল আজিজ (৫০) এবং মুক্তারপুর গ্রামের জয়নব বেগম (৫৪) সুস্থ হয়ে তারা সুস্থ হয়ে এরই মধ্যে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। টঙ্গীবাড়ি উপজেলায় চারজন করোনা জয় করেছেন। এরা হলেন- ঢুলীহাটার পারভেজ ব্যাপারী (৩৫), ডোরাপতি গ্রামের আলম শেখ (৪৪), ধামারন গ্রামের আব্দুল খালেক (৩৭) এবং মান্দ্রা গ্রামের ইয়ামিন (২৪)। সিরাজদিখানে সবচেয়ে বেশী সুস্থ হয়েছেন ৬ জন। এর মধ্যে ৭০ বছরের বৃদ্ধা গীতা রানী পাল, তার পুত্র অরুন  কুমার পাল (২৭) এবং তার পুত্রবধু পিঙ্কি পাল (২০), কুচিয়ামোড়া গ্রামের জহিরুল ইসলাম (৪৪), ইসলামপুর গ্রামের আসাদুজ্জামান (৪০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের পুত্র ইছাপুরা গ্রামের শামীম সরকার (২৬) । শ্রীনগর উপজেলা করোনা জয় করেছেন পাটাভোগ ইউপির ফৈনপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার  মহিউদ্দিন (৬০)।

এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় সর্বমোর্ট ২১ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন