প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২০ ইং ।। ৫ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ।। ২৫ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের পাঁচ উপজেলায় নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় সর্বমোট ৪৪৪ জনের করোনা শনাক্ত হলো। মারা গেছে ১৪ জন। আর এই পর্যন্ত সুস্থ হয়েছে ৭৬ জন।
নতুন ২৫ জনের মধ্যে গজারিয়া থানার ওসিসহ ১৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
মুন্সীগঞ্জ সদর উপজেলায় করোনা শনাক্ত হয়েছে ৬ জন।
টঙ্গীবাড়ি উপজেলায় ২ জন ,
শ্রীনগর উপজেলায় ১ এবং
সিরাজদিখান উপজেলায় ১ জনের করোনা শনাক্ত হয়েছে।
তবে মঙ্গলবার লৌহজং উপজেলায় নতুন করে আর কারও করোনা শনাক্ত হয়নি।
মঙ্গলবার করোনা জয় করা ২০ জনের মধ্যে ১৫ জনই সিরাজদিখানের। এছাড়া মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৪ জন এবং শ্রীনগর উপজেলায় ১ জনের করোনা করোনা জয় করেছেন।
গজারিয়া উপজেলা- গজারিয়া উপজেলার ১৫ জনের মধ্যে পুলিশ সদস্যই পাঁচ জন। এর মধ্যে রয়েছেন গজারিয়া থানায় ওসি ইকবাল হোসেন (৪৮), থানাটির পুরুষ পুলিশ (৩১), পুরুষ পুলিশ (২৯), পুরুষ পুলিশ (৫০) ও মহিলা পুলিশ (২২) । এছাড়াও সোনালী ব্যাংকের পুরুষ (৩৩) ও সোনালী ব্যাংকের পুরুষ (৩০)। এছাড়া ইমামপুরের পুরুষ (৫৯), ইমামপুরের মহিলা (৪০) ইমামপুরের পুরুষ (৫৪), রায়পুরার মহিলা (৪৩), মাদারকান্দির পুরুষ (৬৩), তেতুইতলার পুরুষ (৩৬), বড় রায়পুরার মহিলা (৪৩) ও কালীপুরার পুরুষ (৫৪)।
শ্রীনগর উপজেলা- শ্রীনগর উপজেলার করোনা শনাক্ত হয়েছে ষোলঘরের পুরুষ (৬০)।
সিরাজদিখান উপজেলা- শ্রীনগর উপজেলার রয়েবাগ এলাকার এক পুরুষের (৩৮) করোনা শনাক্ত হয়েছে।
টঙ্গীবাড়ি উপজেলা- টঙ্গীবাড়ি উপজেলায় দুই জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে পাইকপাড়া গ্রামের পুরুষ (৪০) এবং চান্দেরবাজারের পুরুষ (৬০)।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, মঙ্গলবার ১৭ ও ১৮ তারিখে পাঠানো ১৭৬টি নমুনার রিপোর্ট আসে। এর মধ্যে ২৫ জনের পজেটিভ।