প্রকাশিত : বৃহস্পতিবার ১৭ অক্টোবর ২০২৪, খ্রিষ্টাব্দ।। ০২ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ(শরৎকাল )।। ১৩ রবিউস সানি ১৪৪৬ হিজরি।
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরের দিকে শহরের দেওভোগ এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার সামসুল আলম।
এসময় তিনি বলেন, মুন্সীগঞ্জের ঢাকা- চট্রগ্রাম ও ঢাকা- মাওয়া মহাসড়কে পৃথক ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের ৮ সক্রিয় সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার হয়।
আটককৃত ডাকাত সদস্যরা হলো, মো. কামাল পহলান (৪২) মো. আলমগীর (৪৫) রাজিব হাওলাদার (৪৩) মো. মোখলেছ (২৩) মো. রবিন (২৩) ও মো. হেলালকে (৩০) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল,৩টি ম্যাগজিন,২৮ রাউন্ড গুলি,দুটি মোবাইল ফোন, দুটি বিদেশী হ্যান্ডব্যাগ, দুটি ডেবিট ও ক্রেডিট কার্ড উদ্ধার করা হয়।
ব্রিফিংয়ে পুলিশ সুপার আরো জানান, গত ২৬ সেপ্টম্বর ঢাকা- মাওয়া মহাসড়কে যশুরগাও এলাকায় ব্যবসায়ী রফিকুল ইসলামের প্রাইভেটকার আটকে ডাকাতির ঘটনা ঘটে।এইক মাসের ২৭ তারিখে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ব্যবসায়ী তাজউদ্দিন ও চাইনিজ নাগরিক লিওর গাড়ি আটক করে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় গজারিয়া থানায় একটি মামলা হয় । ডাকাতির ঘটনায় জড়িত রাহাত মিয়া (২১) ও মো. শাহীনকে (২২) গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার সামসুল সরকার জানান, প্রাথমিক জিজ্ঞেসাবাদে গ্রেফতার হওয়া ডাকাত সদস্যরা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠিয়ে রিমান্ড চাওয়া হবে। এ ঘটনায় অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor