প্রকাশিত : বৃহস্পতিবার,৭ মে ২০২০ ইং ।। ২৪ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ১৩ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বৃহস্পতিবার নতুন করে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীসহ আরও সাতজনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে। দুপুর ১টার দিকে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে জেলা সদরে ৪ জন ও লৌহজং উপজেলায় রয়েছেন ৩ জন। সদরে আক্রান্তদের মধ্যে রয়েছেন সিভিল সার্জন কার্যালয়ের একজন চিকিৎসক।
এছাড়া নতুন আক্রান্তদের মধ্যে শহরের জগধাত্রীপাড়া এলাকার মারা যাওয়া ৬০ বছরে বৃদ্ধা, তার নাতি ও দেওভোগ এলাকার একজন পুরুষ রয়েছেন।
তিনি আরও জানান, লৌহজং উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইজন স্বাস্থ্যকর্মীসহ ৩ জন।
নিউজটি শেয়ার করুন..