মুন্সীগঞ্জে করোনা শনাক্ত হাজার ছাড়ালো; নতুন করে ৭৬ জন

0
19
মুন্সীগঞ্জে ২৩ জন করোনা শনাক্ত, সনাক্ত মোট ৩০৮৬ জন

প্রকাশিত : রবিবার,৭ জুন ২০২০ ইং ।। ২৪ই জ্যৈস্ঠ ১৪২৭ বঙ্গাব্দ ।।

বিক্রমপুর খবর : মুন্সিগঞ্জ প্রতিনিধি : মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। আজ ৭ই মে রবিবার সর্বোচ্চ রেকর্ড সংখ্যক ৭৬ জন করোনা রোগী মুন্সিগঞ্জে সনাক্ত হয়েছে। এ নিয়ে মুন্সীগঞ্জে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০৩৫।

গত ২৪ ঘন্টায় মৃতের তালিকায় আরও এক জনের নাম সংযুক্ত হয়ে মৃতের সংখ্যা এখন ২৮। একই সময়ে আরও সুস্থ হয়েছেন১৯ জন। এতে জেলায় করোনা জয়ীর সংখ্যা দাড়ালো ৩০০জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, নতুন আক্রান্ত ৭৬ জনের মধ্যে –

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ২৪ জন,

টঙ্গীবাড়ী উপজেলায় ১১ জন ,

সিরাজদিখান উপজেলায় ২ জন,

লৌহজং উপজেলায় ১৯ জন,

শ্রীনগর উপজেলায় ১৩ জন এবং 

গজারিয়া উপজেলায় ৭ জন ।

মুন্সীগঞ্জ জেলায় ১০৩৫ জন করোনা শনাক্তের মধ্যে সদর উপজেলায় ৪৭০, টঙ্গীবাড়ি উপজেলায় ৭৫, সিরাজদিখান উপজেলায় ১৪২, লৌহজং উপজেলায় ১২৭, শ্রীনগর উপজেলায় ১১৫ ও গজারিয়া উপজেলায় ১০৬ জন।

এদিকে নতুন সুস্থ হওয়া ১৯ জনের মধ্যে রয়েছেন, মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১জন, টঙ্গীবাড়ী উপজেলায় ২জন, লৌহজং উপজেলায় ১০ জন, শ্রীনগর উপজেলয় ২ জন এবং গজারিয়া উপজেলায় ৪ জন।

মুন্সিগঞ্জে সিভিল সার্জন আরোও জানান, ৩ ও ৪ জুনের পাঠানো ১৯৯টি রিপোর্ট আসে রবিবার। এই নিয়ে ৫২৪২টি নমুনার রিপোর্ট পাওয়া গেলো।  রবিবার ২১০টি নমুনা প্রেরণ করা হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত ৫৭০৯টি নমুনা প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ মারা যাওয়া লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের রৌশন আরা (৪৫) গত ২ জুন নমুনা পরীক্ষার জন্য সোয়াব দিয়েছিলেন। কিন্তু রিপোর্ট পাওয়ার আগেই শনিবার ৬ জুন সকাল ৮টার দিকে মারা যান। মারা যাওয়ার ৭ ঘন্টা পর শনিবার বিকাল ৩টায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে।

নিউজটি শেয়ার করুন .. ..

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন