মুন্সীগঞ্জে করোনা আপডেট; নতুন সনাক্ত ২০ জন মোট ২৯২,সুস্থ ২১, মৃত ১২

0
26
মুন্সীগঞ্জে ম্যাজিস্ট্রেটসহ নতুন ২৮ জনের করোনা সনাক্ত, জেলায় মোট ৪৮৮ জন

প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে ২০২০ ইং ।। ২৯ বৈশাখ  ১৪২৭ বঙ্গাব্দ।। ১৮ রমজান ১৪৪১

বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে মঙ্গলবার নতুন করে আরও ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ২৯২ জনের করোনা শনাক্ত হলো।এছাড়া এপর্যন্ত করোনায় মারা গেছেন ১২ জন।
সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ এই তথ্য দিয়ে জানিয়েছেন, ১০ মে পাঠানো নমুনার ৮২টি রিপোর্ট এসেছে। এর মধ্যে নতুন করে ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলোআপ আরও ৪ জনের করোনা পজেটিভ এসেছে। বাকী ৫৮ জনের করোনা নেগেটিভ। এই নিয়ে মুন্সীগঞ্জে ১৪৪৪ জনের রিপোর্ট পাওয় গেছে। মঙ্গলবার আরও ১৩৪ জনের নমুনা প্রেরণ করা হয়েছে।  মোট ১৮১৯ জনের নমুনা প্রেরণের তথ্য দিয়েছেন সিভিল সার্জন।

মুন্সীগঞ্জ সদর: মুন্সীগঞ্জ সদর উপজেলায় নতুন ১৩ জনের মধ্যে রয়েছেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের নার্সিং সুপারভাইজার নারী (৫০), পঞ্চসারের নতুনগাঁও পিবিআই অফিসের পুলিশ সদস্য পুরুষ (২৮), মোল্লাকান্দির মাহিলা (৭০), মানিকপুরের মহিলা (৬০), মানিকপুরের কন্যা শিশু (৭), রিকাবীবাজারের মহিলা (৪৫), রিকাবীবাজারের পুরুষ (৩২),  মুক্তারপুরের মহিলা (৩৮), আটপাড়া গ্রামের পুরুষ শিশু (১০), পানাম গ্রামের পুরুষ (৪২), আমতলা গ্রামের নারী (৩০), মালিপাথর গ্রামের মহিলা (২৭) । এছাড়াও পুরুষ (২৪)।

গজারিয়া:
গজারিয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাসহ আরও ৬ জনের করোনা পজেটিভ এসছে। গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরুষ (৫৮), পুরুষ (৩২) ও পুরুষ (১৬)। গজারিয়া সোনালী ব্যাংকের কর্মকর্তা পুরুষ (৩৯), পুরনো বাউশিয়া গ্রামের পুরুষ (৫২) ও লক্ষীপুরা গ্রামের মহিলা (৫০)।
লৌহজং:
লৌহজং উপজেলার বানিয়াগাঁও গ্রামের পুরুষের (২৯) করোনা শনাক্ত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলায় নতুন ৭ জন করোনা জয় করেছেন।

মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুত সমিতির জিএমসহ নতুন করে যারা করোনা জয় করেছেন তাহারা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৩ জন , শ্রীনগরে উপজেলায় ২জন এবং গজারিয়া উপজেলায় ২ জন।

এর আগে ১৪ জন করেছেন তাহারা হলেন মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রথম রোগী পানামের গৃহিনী মায়া বেগম (৪৫) ও শহরের মানিকপুরের আব্দুল আজিজ (৫০) এবং মুক্তারপুর গ্রামের জয়নব বেগম (৫৪) সুস্থ হয়ে তারা সুস্থ হয়ে এরই মধ্যে হাসপাতাল ছেড়ে বাড়ি ফিরেছেন। টঙ্গীবাড়ি উপজেলায় চারজন করোনা জয় করেছেন। এরা হলেন- ঢুলীহাটার পারভেজ ব্যাপারী (৩৫), ডোরাপতি গ্রামের আলম শেখ (৪৪), ধামারন গ্রামের আব্দুল খালেক (৩৭) এবং মান্দ্রা গ্রামের ইয়ামিন (২৪)। সিরাজদিখানে সবচেয়ে বেশী সুস্থ হয়েছেন ৬ জন। এর মধ্যে ৭০ বছরের বৃদ্ধা গীতা রানী পাল, তার পুত্র অরুন  কুমার পাল (২৭) এবং তার পুত্রবধু পিঙ্কি পাল (২০), কুচিয়ামোড়া গ্রামের জহিরুল ইসলাম (৪৪), ইসলামপুর গ্রামের আসাদুজ্জামান (৪০) এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের পুত্র ইছাপুরা গ্রামের শামীম সরকার (২৬) । শ্রীনগর উপজেলা করোনা জয় করেছেন পাটাভোগ ইউপির ফৈনপুর গ্রামের বাসিন্দা সাবেক ইউপি মেম্বার  মহিউদ্দিন (৬০)।

এ পর্যন্ত মুন্সীগঞ্জ জেলায় সর্বমোর্ট ২১ জন করোনা জয় করে সুস্থ হয়েছেন।

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন