প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে ২০২০ ইং ।। ৩১ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ২০ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে বৃহস্পতিবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ সরকারি কর্মকর্তা, চিকিৎসক ও ইউপি চেয়ারম্যানসহ নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই নিয়ে জেলায় মোট ৩৩১ জনে করোনা শনাক্ত হলো। নতুন ২৭ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ৭ জন, সিরাজদিখান উপজেলায় ৪ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১২ জন এবং গজারিয়া উপজেলায় ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১১ ও ১২ মে ১২৪ জনের নমুনার রিপোর্ট পাঠিয়েছে নিপসম। এর মধ্যে ২৭ জনের করোনা পজেটিভ এসেছে। বৃহস্পতিবার আরো ১৩৭টি নমুনা নিপসমে পাঠানো হলো।
এদিকে মুন্সীগঞ্জ সদর উপজেলায় আরো ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (৪০), মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের এক নারী চিকিৎসক (৩১), শহরের উত্তর ইসলামপুরের মা (৪০) এবং কন্যা (২০), কাটাখালী গ্রামের এক পুরুষ (৪৫), শহরের সরকারি কোয়াটারের এক গৃহকর্মী (৫৫) এবং মালিপাথর গ্রামের এক পুরুষ (৬০)।
মুন্সীগঞ্জের সবচেয়ে বড় সঙ্কটে পরেছে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগ।
টঙ্গীবাড়ি উপজেলায় ১২ জনের করোনা পজেটিভ আসে। এরা সবাই স্বাস্থ্য বিভাগের। এর আগে এক চিকিৎসক এবং নার্সসহ আরো চারজনের করোনা শনাক্ত হয়। এই নিয়ে উপজেলা কমপ্লেক্সটির পাঁচ চিকিৎসকসহ ১৫ জনের করোনা শনাক্ত হলো।
মুন্সীগঞ্জের সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ জানান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এখন নিজ বাসায় আইসোলেশেনে থেকেই অফিসের কার্যক্রম পরিচালনা করবেন। এখানে অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্য বিভাগের লোকজন যাদের করোনা শনাক্ত হয়েছে সবাই আইসোলেশনে আছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সিমিত আকারের চালু রাখার চেষ্টা চলছে।
সিরাজদিখানে নার্সসহ ৪জন শনাক্ত
সিরাজদিখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরও জনের করোনা শনাক্ত হয়েছে। এরা হলেন- নার্স মহিলা (৩০) ও মহিলা (৩০)। এছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সটির মহিলা (৬০)ও মহিলা (৩১) রযেছে। এই নিয়ে উপজেলাটির স্বাস্থ্য বিভাগে ১৯ জনের করোনা শনাক্ত হলো। পুরো উপজেলায় ৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.বদিউজ্জামান জানান, উপজেলায় আরও ৪ জন করোনা জয় করেছেন।
গজারিয়ায় ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাসহ ৪জন শনাক্ত
গজারিয়ায় উপজেলার দুই ইউপি চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তাসহ ৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এদর মধ্যে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসলাম (৩১), ইমামপুর ইউপি চেয়ারম্যান মন্সুর আহম্মেদ জিন্নাহ (৪৮), বালুয়াকান্দি ইউপির চেয়ারম্যান শহীদুজ্জানান জুয়েল (৪৫) ও গজারিয়া ইউএনও অফিসের কর্মচারী (৫৪)। উপজেলা নির্বাহী অফিসার হাসান সাদী বলেন, করোনা শনাক্তগণ আইসোলেশনে রয়েছেন।
জেলায় মোট শনাক্ত ৩৩১ জনের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায়ই ১৩৭ জন, এরপরে সিরাজদিখান উপজেলায় ৫৪ জন। এছাড়া শ্রীনগর উপজেলায় ৪১ জন, লৌহজং উপজেলায় ৩৭ জন, গজারিয়া উপজেলায় ৩৪ জন এবং টঙ্গীবাড়ি উপজেলায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
নিউজটি শেয়ার করুন..