শ্রীনগরে আ`লীগের সম্মেলনে অস্ত্র প্রদর্শন, তদন্ত শুরু পুলিশের

0
10
শ্রীনগরে আ`লীগের সম্মেলনে অস্ত্র প্রদর্শন, তদন্ত শুরু পুলিশের

প্রকাশিত: সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০ইং।। ১৩ই পৌষ ১৪২৭ বঙ্গাব্দ(শীতকাল)।। ১২ই জমাদিউল-আউয়াল,১৪৪২ হিজরী।

বিক্রমপুর খবর :অনলাইন ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুলিশের সামনে শর্টগান দেখিয়ে জেলা আ’লীগের সহ-সভাপতিকে হুমকির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ।

শনিবার (২৬ ডিসেম্বর) ষোলঘর একেএসকে উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আ’লীগের সম্মেলনের প্রথম অধিবেশনে আ’লীগ নেতা ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি নুরুল আলম চৌধুরী বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক শাহজালালের কর্মকান্ড নিয়ে সমালোচনা করলে বাকবিতন্ডা শুরু হয়। এরপরই প্রকাশ্যে শর্টগান দেখিয়ে হুমকি দেয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের উপদেষ্টা আজিজুল ইসলামের ভাই নজরুল ইসলাম মাহি।

দলীয় সূত্র জানায়, ষোলঘর ইউনিয়ন আ’লীগের সম্মেলন নিয়ে শাহজালাল ও মোয়াজ্জেম গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। মূলত কমিটি গঠন নিয়ে আধিপত্য ও জেলা আ’লীগ নেতার বক্তব্যের জের ধরে মঞ্চে জেলার নেতৃবৃন্দ ও পুলিশের উপস্থিতিতে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় শাহজালাল মিয়ার পক্ষে উপজেলা আ’লীগের উপদেষ্টা আজিজুল ইসলামের ভাই নজরুল ইসলাম মঞ্চের পাশে দাড়িয়ে শর্টগান দেখিয়ে প্রতিপক্ষকে হুমকি দেয়। এতে মুহুর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ঘটনার সময় মঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধুর চীফ সিকিউরিটি অফিসার মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানসহ কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরবর্তীতে তারা ঘটনার কঠোর সমালোচনা করে বক্তব্য রাখেন।

শ্রীনগর থানার ওসি মোঃ হেদায়াতুল ইসলাম ভুঞা বলেন, সম্মেলনে হট্টগোল হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে প্রকাশ্যে সম্মেলনস্থলে শর্টগান প্রদর্শনের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন .. ..            

‘‘আমাদের বিক্রমপুরআমাদের খবর

আমাদের সাথেই থাকুনবিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’

একটি উত্তর দিন

দয়া করে আপনার কমেন্টস লিখুন
দয়া করে আপনার নাম লিখুন