প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ইং ।। ১৫ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ।। ৪ রমজান ১৪৪১
বিক্রমপুর খবর : মুন্সীগঞ্জ প্রতিনিধি :মুন্সীগঞ্জ জেলায় আজ নতুন করে আরও দুই জনের করোনা শনাক্ত হয়েছে। ২ জনই মুন্সীগঞ্জ সদর উপজেলায় তারা হচ্ছেন- মিরকাদিমের ১জন পুরুষ (৩৩) ও পল্লী বিদ্যুত সমিতির স্টাফের ছেলে (১৮) । এই নিয়ে মুন্সীগঞ্জ জেলায় শনাক্ত হলো মোট ৭৯ জন ।
আজ মঙ্গলবার সকালে দুইবারে আরও ২৫ জনের সোয়াব রিপোর্ট আসে।
জেলা থেকে আজ ২৮ এপ্রিল পর্যন্ত ৬৬৬ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে। ৫২৯ জনের রিপোর্ট এপর্যন্ত পাওয়া গেছে। সকালে আইইডিসিআর এর গাড়ি এসে নিয়ে গেছে ৩২ জনের সোয়াব ।
এ দিকে অভিযোগ পাওয়া যায় নমুনা সংগ্রহ করার লোকবল কম থাকার কারনে রুগী থাকা সত্ত্বেও সোয়াব নমুনা সংগ্রহ করা যাচ্ছে না। গতকাল লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দুঃখকরে বলেন সারা উপজেলায় দুজন লোক নমুনা সংগ্রহ করে এই দুই জনকেই ট্রেনিং করায়ে আনা হয়েছে। দিনে উপজেলার একদিকে গেলে অপরদিকে আর যাওয়ার সময় থাকে না। তিনি আরোও বলেন, কনকসার ইউনিয়নে আরো রুগী আছে কিন্তু তাদের নমুনা সংগ্রহ করা যাচ্ছে না লোকবল কম থাকার কারনে।
এই নিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলায় শনাক্ত হলো ৩১, সিরাজদিখান উপজেলায় ১৪ শনাক্ত, টঙ্গীবাড়ি উপজেলায় ১০ শনাক্ত, লৌহজং উপজেলায় ৫ শনাক্ত, শ্রীনগর উপজেলায় শনাক্ত হয়েছে ৯ জন এবং গজারিয়া উপজেলায় ১০ জনের করোনা শনাক্ত হলো। সিরাজদিখান উপজেলার আবিরপাড়া গ্রামের মা গীতা রাণী পাল (৭০) ও পুত্র অরুণ পাল (২৩) সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন। তাই জেলায় সুস্থ এখন ২ জন।