প্রকাশিত:সোমবার,২৪ জুন ২০১৯। ১০ আষাঢ় ১৪২৬ বঙ্গাব্দ।
বিক্রমপুর খবর:মুন্সীগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামীলীগের আয়োজনে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা হয়েছে । গতকাল ২৩ জুন রবিবার বিকালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে সহস্রাধিক নেতা কর্মী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কাচারী এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের প্রাঙ্গনে এসে শেষ হয় ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ লুৎফর রহমান,যুগ্ন সাধারণ সম্পাদক এড. সোহানা তাহমিনা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফছার উদ্দিন ভূইয়া, সাধারণ সম্পাদক সামছুল কবির মাষ্টার, পৌর মেয়র হাজ্বী ফয়সাল বিপ্লব , রামপাল ইউপি চেয়ারম্যান মো: বাচ্চু শেখ,বাংলাবাজার ইউপি চেয়ারম্যান মো: সোহরাব পীর,মোল্লা কান্দি ইউপি চেয়ারম্যান মহাসীনা হক কল্পনা,চরকেওয়ার ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান,শিলই ইউপি চেয়ারম্যান আবুল হাসেম লিটন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মতিউল ইসলাম হিরু, সুরুজ মেম্বার, শহর যুব লীগের সভাপতি মালেকুন মাকসুদ বিপুল প্রমুখ।