প্রকাশিত :শুক্রবার, ১৯ জানুয়ারি ২০২৪ ইংরেজি, ৫ মাঘ ১৪৩০ বাংলা (শীতকাল), ৬ রজব ১৪৪৫ হিজরি।
বিক্রমপুর খবর : লৌহজং থেকে রুবেল ইসলাম তাহমিদ:মুন্সীগঞ্জে অবৈধ পিস্তল দিয়ে চাচাতো ভাইকে গুলি করমু বলে ভয় দেখাতে গিয়ে ভুলবশত গুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় সোহেল (৪০) নামের জাল ব্যবসায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (১৪ জানুয়ারি ) সকাল সাড়ে দশটার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙা এলাকার হাজীবাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. সোহেল (৪০) ওই এলাকার জুলহাসের পুত্র। তিনি চাই জালের ব্যবসা করতেন। পুলিশ সূত্রে জানাগেছে, গুলি ভর্তি একটি পিস্তল নিয়ে সোহেলের চাচাতো ভাই সাগর সোহেলকে গুলি করবো বলে ভয় দেখাচ্ছিলো। এ সময় অনিচ্ছাকৃতভাবে ভুলবশত গুলি বের হয়ে সোহেলের পেটে ঢুকে গিয়ে সে গুরুতর আহত হয়।
তবে সোহেলের অপর চাচাতো ভাই শাহিন বলেন, সকালে চাচাতো ভাই সাগর ও প্রতিবেশী নাইমকে সাথে নিয়ে গুলি ভর্তি বিদেশী পিস্তল খেলার ছলে নাড়াচাড়া করছিলেন সোহেল। এ সময় হঠাৎ গুলি বেরিয়ে সোহেলের পেটে লাগলে গুরুতর আহত হয় সে। পরে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সোহেল। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, গুলিবিদ্ধ সোহেলের চাচাতো ভাই সাগর তাকে গুলি করবো বলে গুলিভর্তি একটি অবৈধ পিস্তল নিয়ে ভয় দেখাইতে ছিল। এ সময় গুলি বের হয়ে সোহেলের পেটে ঢুকে যায়। পরে সোহেলকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি আরো বলেন অবৈধ অস্ত্র উদ্ধার ও অভিযুক্তদের খুঁজে বের করার অভিযান চলছে।
(বিজ্ঞাপন) https://www.facebook.com/3square1
নিউজটি শেয়ার করুন .. ..
‘‘আমাদের বিক্রমপুর–আমাদের খবর।
আমাদের সাথেই থাকুন–বিক্রমপুর আপনার সাথেই থাকবে!’’
Login করুন : https://www.bikrampurkhobor.com
আমাদের পেইজ এ লাইক দিন শেয়ার করুন।
জাস্ট এখানে ক্লিক করুন। https://www.facebook.com/BikrampurKhobor